নববর্ষে বড়পর্দায় আসছেন সৌমিত্র
প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এ নশ্বর পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না। একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু নিশ্চিত জেনেও এ সংক্ষিপ্ত জীবনে কেউ কেউ এমন কিছু কীর্তি রেখে যান যার মধ্য দিয়ে অমরত্ব লাভ করেন তারা। আর ঠিক তেমনই একজন হলেন প্রয়াত কিংবদন্তি তারকা সৌমিত্র চ্যাটার্জী। কেননা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অনবদ্য ভূমিকা পালন করে গিয়েছেন তিনি।
কথায় বলে শিল্পীর মৃত্যু হয় না। শিল্পের মধ্যেই তার বেঁচে থাকা। তাইতো আজও যেন প্রয়াত শব্দটি সৌমিত্র চ্যাটার্জীর নামের পাশে বেমানান।
চমকপ্রদ তথ্য হলো- এই নববর্ষে ফের একবার রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছেন সৌমিত্র চ্যাটার্জী। ‘অভিযান’ শিরোনামের ছবিটির মধ্য দিয়ে এই শিল্পীর অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক পরমব্রত চ্যাটার্জী। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন ছবিটির ট্রেলার।
২০২১ সালের ২৫ মার্চ প্রকাশ্যে এসেছিল ‘অভিযান’ ছবির প্রথম ট্রেলার। ট্রেলারেই কিংবদন্তি শিল্পীর নানা স্মৃতি উসকে দিয়েছিলেন পরিচালক পরমব্রত। নতুন ট্রেলারে দেখা গেল স্মৃতিচারণা। সৌমিত্রর সঙ্গে কাটানো নানা মুহূর্ত জানালেন পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, কৌশিক সেন, মমতা শংকর, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়।
ছবিতে তরুণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। মহানায়ক উত্তমকুমারের ভূমিকায় অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৌমিত্রকন্যা পৌলমী বসুর চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সত্যজিৎ রায়ের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কিউ। এছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, পাওলি দাম, পায়েল সরকার, তুহিনা দাস, পদ্মনাভ দাশগুপ্ত, সমদর্শী দত্ত, জয়রাজ ভট্টাচার্য, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুর মতো তারকা। প্রবাদপ্রতিম শিল্পী নিজের প্রবীণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন।