২১০০ রুপিতে বিক্রি হচ্ছে ‘ট্রিপল আর’র টিকিট

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ট্রিপল আর’ ছবির কলাকুশলীরা

‘ট্রিপল আর’ ছবির কলাকুশলীরা

এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘ট্রিপল আর’। আর হবেই বা না কেনো? এসএস রাজামৌলি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় দুই সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণ। বিশেষ চরিত্রে আছেন বলিউডের দুই তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাট।

চমকপ্রদ তথ্য হলো- ৪৫০ কোটি রুপি বাজেটের ছবিটির টিকিট নাকি ২১০০ রুপিতে বিক্রি হচ্ছে। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

প্রকাশিত ওই প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, মুক্তির আগেই ‘ট্রিপল আর’র অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত ছবির হিন্দি ভার্সানের অগ্রিম বুকিংই আট কোটি রুপি ছাড়িয়ে গিয়েছে। আর দিল্লির এক প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হয়েছে টিকিট। যার একটি স্ক্রিনশর্টও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

যে স্ক্রিনশটটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা সঠিক হলে, অগ্রিম বুকিংয়েই কাটা হয়েছে শুক্রবার রাত ১০.১৫-র শোয়ের টিকিট। যার দাম ধার্য করা হয়েছে ২১০০ রুপি। অনুদান এবং অন্যান্য সুবিধার জন্য আরও ৭১ রুপি নেওয়া হয়েছে। অর্থাৎ দর্শককে একটি টিকিটের জন্য মোট ২১৭১ রুপি দিতে হয়েছে।