‘বাহুবলী’কে হারিয়ে দিল ‘ট্রিপল আর’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বাহুবলী’র পর এবার নিজের পরিচালিত ‘ট্রিপল আর’ দিয়ে বাজিমাত করলেন নির্মাতা এসএস রাজামৌলি।

শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজামৌলির নতুন এই ছবিটি। আর প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ট্রিপল আর’। প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপির ব্যবসা করেছে এই ছবি।

বিজ্ঞাপন

ভারতীয় সিনেমায় মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সর্বকালের সেরা পারফরম্যান্স এই ছবি। ঘটনাক্রমে রাজামৌলির আগের মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির প্রথম দিনের রেকর্ড ব্রেক করেছে এই ছবি। ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ প্রথম দিনে ২২৪ কোটির ব্যবসা করেছিল।

বাণিজ্য গবেষক মনোবালা বিজয়বালন শনিবার (২৬ মার্চ) টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭.১৫ কোটির ব্যবসা করেছে ‘ট্রিপল আর’। এরমধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে ১২০ কোটি এবং বিদেশে ৭৮ কোটি রুপি বক্স অফিস কালেকশন এই ছবির।

এসএস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’-এ অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ এবং আলিয়া ভাট।