অনিল কাপুরের হবু পুত্রবধূ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেমিকার সঙ্গে হর্ষবর্ধন কাপুর

প্রেমিকার সঙ্গে হর্ষবর্ধন কাপুর

মুম্বাইয়ের রাস্তায় অথবা রেস্টুরেন্টে প্রায় সময় এক রহস্যময়ী নারীর হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় হর্ষবর্ধন কাপুরকে। কিন্তু কে এই নারী বা কি তার পরিচয় তা এখনও অজানা সকলের কাছে।

এরইমধ্যে রোববার (২৭ মার্চ) বিকেলে ফের ওই নারীর হাতে হাত রেখে মুম্বাইয়ের রাস্তায় হাঁটতে দেখা গেলো বলিউডের এই অভিনেত্রীকে। যার ভিডিও ও বেশ কয়েকটি ছবি এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লোরাল একটি শার্ট পরেছেন। সেই সঙ্গে ছিলো শর্টস। আর তার নারী বন্ধুর পরনে দেখা গেছে মাল্টিকালের ক্রপ টপ এবং সাদা ট্রাউসার। দু’জনে শক্ত করে একে অপরের হাতটি ধরে রেখেছেন।

বাবা অনিল কাপুরের সঙ্গে হর্ষবর্ধন কাপুর

এখানেই শেষ নয়, ভাইরাল ওই ভিডিওতে ওই নারীকে ধুমপান করতেও দেখা গেছে।

বিজ্ঞাপন

ভিডিওটির নিচে অনেকে মন্তব্য করেছেন, এই নারী কি হর্ষবর্ধনের প্রেমিকা? আবার কেউ কেউ তার পরিচয় জানতে চেয়েছেন। একজন লিখেছেন, ‘বাহ অনিল কাপুরের হবু পুত্রবধূ।”