‌‘কাঁচা বাদাম’র তালে কোমর দোলালেন মাধুরী-রীতেশ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাধুরী দীক্ষিত ও রীতেশ দেশমুখ

মাধুরী দীক্ষিত ও রীতেশ দেশমুখ

গত কয়েকমাস ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচা বাদাম গানটি। সেলেব থেকে সাধারণ মানুষ, গানে পা মেলাতে ভুলছেন না কেউই। এবার এই গানের তালে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত। তার সঙ্গে কোমর দুলিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখও।

বর্তমানে জনপ্রিয় একটি রিয়ালিটি শো-এর বিচারকের আসনে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানের শুটিংয়ের ফাঁকেই ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভিডিও শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিওতে ঝলমলে নীল লেহেঙ্গায় দেখা মেলে মাধুরীর। রীতেশের পরনে ছিলো কালো শার্ট-প্যান্ট।

মাধুরী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন, “দারুণ মজার গান। রীতেশ মজা হয়েছিল কিনা বলো? তোমাকে ধন্যবাদ আমার সঙ্গে ‘কাঁচা বাদাম’ গানে পা মেলানোর জন্য।”

বিজ্ঞাপন

মাধুরী ভিডিওটি শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেন।