উত্তম-সুচিত্রার ১৭ সিনেমা নিয়ে ‘চরকি ক্ল্যাসিক’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উত্তম-সুচিত্রা

উত্তম-সুচিত্রা

উত্তম-সুচিত্রা এই নাম দুটি বাংলা ভাষাভাষী মানুষের জন্যে শুধুমাত্র একটি নাম নয়; অনেক আনন্দ, অনেক স্মৃতির এক অপূর্ব মেলবন্ধন এই নাম দুটি। এই জুটির অভিনীত চলচ্চিত্রগুলোর কাব্যিকতা, গল্প বলার সাধারণ চেষ্টা দর্শকদের মনে প্রভাব ফেলে চলেছে দিনের পর দিন। সময় পেরুলেও এই জুটির চলচ্চিত্রগুলোর আবেদন কমেনি এক বিন্দুও।

সিনেমা দেখার মাধ্যমের হয়তো পরিবর্তন হয়েছে, ডিজিটাল সময়ে ওটিটি এসেছে কিন্তু হারিয়ে যায়নি কালজয়ী সেইসব উপ্যাখ্যানের আবেদন। আর এরকম ১৭টি চলচ্চিত্র নিয়েই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি সাজিয়েছে ‘চরকি ক্ল্যাসিক’।চলুন না এক কাপ গরম কফির চুমুকে এই বর্তমানের হাত ধরে ঘুরে আসা যাক সোনালী সেই অতীতে।

বিজ্ঞাপন

চরকিতে আজ (৩১ মার্চ) রাত ৮টা থেকে বিশ্বব্যাপী উত্তম-সুচিত্রা অভিনীত ১৭টি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো হলো- দেবী চৌধুরানী, পথে হল দেরী, সাড়ে চুয়াত্তর, এন্টনি ফিরিঙ্গি, শিল্পী, ইন্দ্রানী, হার মানা হার, সাগরীকা, বিপাশা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, দেয়া নেয়া, দ্বীপ জ্বেলে যায়, চৌরঙ্গী, দুই পৃথিবী, উপহার ও সন্ন্যাসী রাজা।

ভারতীয় বাংলা সিনেমার জগতে ‘মহানায়ক’-খ্যাত অভিনেতা উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙ্গালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপার হিট। সেই সুপার হিট কিছু সিনেমা এবার চরকি বস্ক্রাইব করে দেখে নিতে পারেন এখনই।

বিজ্ঞাপন

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে কালজয়ী রসায়নের এই সিনেমাগুলো নিয়েই চরকি এবার আয়োজন করেছে। উত্তম-সুচিত্রার সিনেমাগুলো দর্শকদের জন্য দেখাতে পারাটা চরকির জন্য একটা মাইলফলক।’