উত্তম-সুচিত্রা এই নাম দুটি বাংলা ভাষাভাষী মানুষের জন্যে শুধুমাত্র একটি নাম নয়; অনেক আনন্দ, অনেক স্মৃতির এক অপূর্ব মেলবন্ধন এই নাম দুটি। এই জুটির অভিনীত চলচ্চিত্রগুলোর কাব্যিকতা, গল্প বলার সাধারণ চেষ্টা দর্শকদের মনে প্রভাব ফেলে চলেছে দিনের পর দিন। সময় পেরুলেও এই জুটির চলচ্চিত্রগুলোর আবেদন কমেনি এক বিন্দুও।
সিনেমা দেখার মাধ্যমের হয়তো পরিবর্তন হয়েছে, ডিজিটাল সময়ে ওটিটি এসেছে কিন্তু হারিয়ে যায়নি কালজয়ী সেইসব উপ্যাখ্যানের আবেদন। আর এরকম ১৭টি চলচ্চিত্র নিয়েই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি সাজিয়েছে ‘চরকি ক্ল্যাসিক’।চলুন না এক কাপ গরম কফির চুমুকে এই বর্তমানের হাত ধরে ঘুরে আসা যাক সোনালী সেই অতীতে।
বিজ্ঞাপন
চরকিতে আজ (৩১ মার্চ) রাত ৮টা থেকে বিশ্বব্যাপী উত্তম-সুচিত্রা অভিনীত ১৭টি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলো হলো- দেবী চৌধুরানী, পথে হল দেরী, সাড়ে চুয়াত্তর, এন্টনি ফিরিঙ্গি, শিল্পী, ইন্দ্রানী, হার মানা হার, সাগরীকা, বিপাশা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, দেয়া নেয়া, দ্বীপ জ্বেলে যায়, চৌরঙ্গী, দুই পৃথিবী, উপহার ও সন্ন্যাসী রাজা।
ভারতীয় বাংলা সিনেমার জগতে ‘মহানায়ক’-খ্যাত অভিনেতা উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙ্গালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন। বাংলাদেশে জন্ম নেয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপার হিট। সেই সুপার হিট কিছু সিনেমা এবার চরকি বস্ক্রাইব করে দেখে নিতে পারেন এখনই।
বিজ্ঞাপন
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মে কালজয়ী রসায়নের এই সিনেমাগুলো নিয়েই চরকি এবার আয়োজন করেছে। উত্তম-সুচিত্রার সিনেমাগুলো দর্শকদের জন্য দেখাতে পারাটা চরকির জন্য একটা মাইলফলক।’
বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ ছবি করার পর ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান পাকিস্তানের শীর্ষ অভিনেত্রী মাহিরা খান। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটে যায় যে ভারতে আর কাজ করা হয়ে ওঠেনি তার।
সব থেকে বিতর্কিত ছিল রণবীর কাপুরের সঙ্গে মাহিরার ধূমপানের ভিডিও। সঙ্গে নজরে আসে অভিনেত্রীর পিঠে কামড়ের দাগ। রণবীরের সঙ্গে ওই ছবি প্রকাশ্যে আসার পর কী ভাবে দিন কেটেছিল মাহিরার, তা নিয়ে এতোদিন একেবারেই চুপ থাকলেও এবার মুখ খুললেন অভিনেত্রী।
ছবিটি নাকি নিউ ইয়র্কে তোলা। একটি হোটেলের বাইরে একান্তে সময় কাটাচ্ছিলেন রণবীর-মাহিরা। অভিনেত্রীর পরনে সাদা পিঠ খোলা জামা, এলোমেলো চুল। রণবীরের পরনে ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। হোটেলের বারান্দায় ধূমপান করছেন দু’জনে। এই ছবিতে অনেকেরই নজর কাড়ে মাহিরার পিঠে কামড়ের দাগ।
সেই একান্ত সময়ের ভিডিও ফাঁসের পর তা নিয়ে নানা জল্পনা শুরু হয়। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন মাহিরা। অনেকেই তাকে বলতে শুরু করেন, তার ক্যারিয়ার এবার শেষ! তখন লম্বা সংসার ভেঙেছে সদ্য, ছেলে ছোট। যার ফলে ভীষণ চাপ অনুভব করেছিলেন তা স্বীকার করে নেন মাহিরা। তিনি বলেন, ‘মানুষের সমালোচনায় আমিও ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি।’
সময়টা কঠিন ছিল কিন্তু মাহিরা কঠিন সময় একা পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কথায়, ‘সেই বছরটা কঠিন একটা সফরের মধ্যে দিয়ে গিয়েছে। একেতো আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তারপর ছেলেকে একা হাতে মানুষ করছি। ও দিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সেভাবে কাউকে বুঝতে দিইনি।’
সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। গত বছর দ্বিতীয় বার ঘর বেঁধেছেন মাহিরা। রণবীরও এখন আলিয়া ভাটের সঙ্গে সুখের সংসার করছেন। তাদের ঘর আলো করে এসেছে কণ্যা রাহা।
তার প্রাপ্তির ঝুলি যে কোন শিল্পীকে অনুপ্রানীত করবে। পেয়েছেন দেশের সবচেয়ে বড় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মেরিল প্রথম আলো পুরস্কার, ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড, বািইফাসহ দেশের অন্য সব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তো পেয়েছেনই। তবে সবাইকে তাক লাগিয়ে দেন সেরা অভিনেত্রী ক্যাটাগরীতে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড জয় করে। তিনিই সেই অভিনেত্রী যার সিনেমা (রেহানা মরিয়ম নূর) বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পায়। এবং এখন পর্যন্ত দেশের সেই একটি ছবিই এই সস্মান পেয়েছেন।
এতোক্ষণে বুঝে গেছেন কার কথা বলা হচ্ছে। তিনি আজমেরী হক বাঁধন। যিনি ঘুরেছেন দেশ-বিদেশের বড় বড় চলচ্চিত্র উৎসবে। এরপর তাকে নির্বাচন করা হয় জুরি বোর্ড মেম্বার হিসেবে। ব্রাসেলসে অনুষ্ঠিত আইএমটুমুরো চলচ্চিত্র উৎসব ও ভারতের সম্মানজনক বেঙ্গালরু চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে তাকে মনোনীত করা হয় এ বছরের শুরুর দিকে। বছর ঘুরতে না ঘুরতেই বাঁধন দিলেন নতুন সুখবর। তিনি এবার দেশের সবচেয়ে বড় উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর জুরি হিসেবে মনোনীত হয়েছে।
আগামী ১১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের ২৫০টির মতো সিনেমা। এবারের উৎসবে জুরি বোর্ডের দায়িত্ব দেখা যাবে চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। আজ উৎসবের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসবে ওমেন ফিল্মমেকার বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন বাঁধন। এ বিভাগে জুরির দায়িত্বে আরও আছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশের অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চিনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাাদ্দাম মানিশ।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পাওয়াটা সম্মানের বলে মনে করেন অভিনেত্রী বাঁধন। উৎসবে অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা নিতে উন্মুখ তিনি। বাঁধন বার্তা২৪.কমকে বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে। এমন সম্মানজনক একটি উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের। অপেক্ষায় আছি বাকি জুরিদের সঙ্গে কাজ করার।’
বাঁধন আরও বলেন, ‘আমার কাছে ফেস্টিভ্যাল মানেই ইন্টারেস্টিং বিষয়। “রেহানা মরিয়ম নূর” সিনেমার জন্য অনেক ফেস্টিভ্যালে যেতে হয়েছে। কান উৎসব থেকে শুরু করে পৃথিবীর বড় বড় উৎসবে শিল্পী হিসেবে অংশ নিয়েছি। তবে একজন বিচারক হিসেবে ফেস্টিভ্যালে উপস্থিত থাকা, সিনেমা দেখা, সেগুলো বিচার করা খুব চ্যালেঞ্জিং এবং একসাইটিং। নতুন নতুন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, এটাও ভীষণ আনন্দের।’
এর আগে ব্রাসেলসে অনুষ্ঠিত আইএমটুমুরো চলচ্চিত্র উৎসব ও বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে বাঁধনের। তবে দুই উৎসবেই যোগ দিয়েছিলেন অনলাইনে। এবারই প্রথম সশরীরে কোনো উৎসবের জুরি হিসেবে অংশ নেবেন বাঁধন। তিনি বলেন, ‘কাজ থাকায় ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত ব্রাসেলসের আইএমটুমুরো ফেস্টিভ্যালে অনলাইনে যুক্ত হয়ে দায়িত্ব পালন করেছিলাম। এ ছাড়া ভিসা না দেওয়ার কারণে ভারতের বেঙ্গালুরু উৎসবে জুরি হিসেবে উপস্থিত হতে পারিনি। যদিও কর্ণাটক রাজ্য থেকে আমাদের দেশের ভারতীয় হাইকমিশনের নিকট অনুরোধ করা হয়েছিল আমার ভিসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভিসা না পাওয়ায় অনলাইনে যোগ দিতে হয়েছিল। এবারই প্রথম সশরীরে জুরি হিসেবে ফেস্টিভ্যালে থাকতে পারব এটা আমার জন্য অনেক আনন্দের। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। সবাইকে উৎসবে এসে দেশ-বিদেশের সিনেমার দেখার আমন্ত্রণ জানাই।’
কয়েক মাস ধরে বেশির ভাগ সময়ই ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষে ছিল হিন্দি বা ইংরেজি গান। ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ ট্রেন্ডিংয়ে রাজত্ব করেছে দীর্ঘদিন। সেখান থেকে ধীরে ধীরে বাংলা গান ফিরে আসছে ট্রেন্ডিংয়ে। আজ বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষ পাঁচ গানের সবই বাংলা গান। জেনে নিন কোন কোন গান আছে শীর্ষ পাঁচে-
ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগের শীর্ষ ৫–এ শাহিন সুলতানা মিমের দুটি গান রয়েছে। পঞ্চম স্থানের পাশাপাশি শীর্ষস্থানটিও তার দখলে। ৫ নম্বরে আছে জাহিদ ও শাহিন সুলতানা মিমের ‘মনে মনে করলিরে ভাব’ গানটি। জাহিদের কথা ও সুরে গান প্রকাশিত হয়েছে মিমের ইউটিউব চ্যানেলে।
শীর্ষে থাকা ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটিতে মিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রেদওয়ান তামিম হৃদয়। গানটি লিখেছেন ও সংগীত পরিচালনা করেছেন হৃদয়। গানটিতে মূলত প্রেম, বিচ্ছেদ ও না পাওয়ার বেদনা তুলে এনেছেন শিল্পীরা। বাংলা মিউজিক ০০৭ চ্যানেল থেকে মুক্তি পেয়েছে গানটি।
৪ নম্বরে রয়েছে রাসেল বাবু ও আফরোজ জাহানের ‘খাঁটি গরুর দুধ’। সিদ্দিকুর রহমানের কথা ও সুরে গানটি প্রকাশিত হয়েছে নিলয় গান সাগর নামের ইউটিউব চ্যানেল থেকে।
তালিকার ৩ নম্বরে রয়েছে সৈয়দ অমি চ্যানেলে মুক্তি পাওয়া গান ‘দুই চাক্কার সাইকেল’। সালাউদ্দিন সাগরের লেখ গানটি সুর করেছেন সৈয়দ অমি। এতে অমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানের ভিডিও চিত্রে অমির সঙ্গে মডেল হয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি।
তালিকার ২ নম্বরে রয়েছে এই সময়ের অন্যতম আলোচিত গান ‘কথা একটাই’। ১০ ডিসেম্বর পড়শীর চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি। রবিউল ইসলাম জীবনের কথা, ইমরান মাহমুদুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানের ভিডিও চিত্রেও দেখা গেছে ইমরান ও পড়শীকে।
গান ও গানটির ভিডিওচিত্র বেশ পছন্দ করেছেন শিল্পীদের ভক্ত-অনুসারীরা। মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘শেষের অংশটা হৃদয় ছুঁয়ে দিল’, ‘সম্পূর্ণ ভিডিও অনেক সিনেম্যাটিক ছিল’, ‘ইমারান–পড়শীর জুটি নিয়ে যা বলব, তা–ই কম হবে’, ‘গানের কথাও ভালো ছিল। এককথায় অসাধারণ একটি কাজ।’ প্রকাশের পর গত ৮ দিনে গানটির ভিউ ৩১ লাখ ছাড়িয়েছে।
ভারতের ন্যাশনাল ক্রাশ’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সময় এখন দারুণ কাটছে। তার ছবি ‘পুষ্পা ২’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে তৈরি করছে নতুন ইতিহাস। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বলিউডের মেগাস্টার সালমান খানের বিপরীতে। ভাইজানের নতুন ছবি ‘সিকান্দার’-এর নায়িকা হচ্ছেন রাশমিকা মান্দানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। রাশমিকা বলেছেন, ‘নার্ভাস তো হবই, উনি যে সালমান খান। এই প্রথম হিন্দি ছবি, যেখানে আমি গ্ল্যামারাস নায়িকা হিসেবে বড় পর্দায় আসতে চলেছি। তাই আরও বেশি রোমাঞ্চিত।’
দক্ষিণি এই নায়িকা আরও বলেছেন, ‘আমি চাই না যে মানুষ আমাকে শুধু আমার অভিনয়ের জন্যই চিনুক। আমি পুরোপুরি বাণিজ্যিক ছবির অংশও হতে চাই। মানুষ আমাকে বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে জানুক, যেন আমার ওপর সবাই আস্থা রাখতে পারেন। তবে আমি সব ধরনের ছবির অংশ হতে চাই। অভিনয়কে উপভোগ করতে চাই।’
গত বছর রাশমিকা অভিনীত আরেক সিনেমা ‘অ্যানিমেল’ ব্লকবাস্টার হিট হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তাকে রোমান্স করতে দেখা গিয়েছিল।
আলোচিত এ ছবির সিকুয়েলের কথা আগেই ঘোষণা করা হয়েছে। ‘অ্যানিমেল পার্ক’ ছবিতে আবারও দেখা যাবে রণবীর-রাশমিকার রসায়ন। সিকুয়েল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গা আমাকে যখন এ ছবির সারাংশ বলেছিলেন, শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। জানি না সিকুয়েলে তিনি কী কী বদল আনতে চলেছেন। শুধু এটুকু জানি, এ ছবি পুরোপুরি ম্যাডনেস। রণবীর আর সন্দীপের সঙ্গে কাজ দারুণ উপভোগ্য ছিল। দ্বিতীয় কিস্তির সময়ও খুব মজা করব।’
শোনা যাচ্ছে, ‘সিকান্দার’ ছবির প্রথম পোস্টার সালমানের জন্মদিন অর্থাৎ ২৭ ডিসেম্বর প্রকাশ হবে। ছবির পরিচালক এ আর মুরুগাদস। ছবিটি ২০২৫ সালের ৩০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে।