সড়ক দুর্ঘটনায় আহত মালাইকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালাইকা আরোরা

মালাইকা আরোরা

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মালাইকা আরোরা। শনিবার (২ এপ্রিল) রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় মালাইকার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলিউডের এই অভিনেত্রীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে মুম্বাই ফিরছিলেন মালাইকা আরোরা। সেই সময়েই দুর্ঘটনায় কবলে পড়ে তার গাড়ি।

খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ের যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানেই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। আর তার জেরেই চোট পান মালাইকা।

বিজ্ঞাপন

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, মালাইকার চোট খুব গুরুতর নয়। দু’টি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে গিয়েছিল তার গাড়ি। সেই কারণেই গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদের।