সব বাধা পেরিয়ে আজ ঢাকায় আসছেন নোরা ফাতেহি
সব বাধা পেরিয়ে আজ শুক্রবার ঢাকায় পা দিচ্ছেন ‘সাকি সাকি’, ‘দিলবার’-খ্যাত বলিউড তারকা নোরা ফাতেহি।
উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন নোরা।
বিষয়টি নিশ্চিত করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া।
তিনি জানান, নোরা শুক্রবার বেলা ১১টার দিকে মুম্বাই থেকে ঢাকায় আসবেন। তিনি বিশ্রাম নেবেন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। রাত ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে হাজির হবেন তিনি। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন নোরা ফাতেহি।
এর আগে, নোরা ফাতেহির ঢাকায় আগমনের শেষ দিকে আপত্তি জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠান বন্ধের এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই। এরপর ঢাকায় নোরার আগমন নিয়ে শঙ্কা কেটে যায়।