অমিতাভের ছবি-কণ্ঠস্বর ব্যবহারে আদালতের নিষেধাজ্ঞা
বলিউড তথা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। শুধু তার অভিনয় নয়, তাঁর কণ্ঠস্বর লাখো হৃদয়ে আলোড়ন তোলে। কিন্তু এবার অভিনেতার আবেদনেই দিল্লি হাইকোর্ট বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে যে অমিতাভ বচ্চনের নাম, ছবি, তাঁকে নকল করা বা তাঁর গলার আওয়াজ তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আদালত ইতিমধ্যে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও টেলিকম সার্ভিসকে এই ধরনের কনটেন্ট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে।
বিচারপতি নবীন চাওলা বলেন, 'একজন ব্যক্তিত্ব একাধিক বিজ্ঞাপনে প্রতিনিধিত্ব করছেন এটা গুরুত্ব সহকারে দেখা উচিত।'
উল্লেখ্য, যারা তাদের পণ্য ও পরিষেবা প্রচারের জন্য অমিতাভ বচ্চনের তারকাখচিত স্ট্যাটাস ব্যবহার করছেন তাদের ওপর ক্ষুব্ধ অভিনেতা। শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র অভিনেতার অধিকার থাকবে। অন্য কারও থাকবে না।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো আলোচনা শরু হয়েছে বিনোদন জগতে। কারণ বহু শিল্পী বা সোশ্যাল মিডিয়া তারকার জনপ্রিয়তার অন্যতম কারণ অমিতাভের 'মিমিক' করা বা নকল করা। তাদের এই অনুকরণের জন্যই কি এই নিষেধাজ্ঞা জারি করা হল?
প্রসঙ্গত, ৮০ বছরের অমিতাভ বচ্চন, যিনি বিগ বি নামে পরিচিত, তার নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের গুণাবলী রক্ষা করার জন্য বিশ্বের বিরুদ্ধে ব্যাপকভাবে একটি আবেদন নিয়ে আদালতের কাছে গিয়েছিলেন।
প্রবীণ আইনজীবী হরিশ সালভে অমিতাভের হয়ে আদালতে বলেন, 'যেটা চলছে আমি আপনাকে সেটাই বলছি। কেউ কেউ টি-শার্ট তৈরি করে সেখানে বিগ বি-এর ছবি ব্যবহার করছে। কেউ কেউ তার পোস্টার বিক্রি করছেন। সম্প্রতি অমিতাভবচ্চন ডট কম নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। যার সঙ্গে অভিনেতার কোনও সম্পর্ক নেই। তাই জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।'
এখানেই শেষ নয়, অমিতাভ বচ্চন বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা ও একাধিক অন্য ব্যবসার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ চেয়েছে আদালতের কাছ থেকে।