শ্বশুরবাড়ি থেকে শুটকি-ইলিশ মাছ নেওয়ার আবদার পান মিথিলা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিছুদিন হলো সিনেমায় অভিষেক হয়েছে। একই সঙ্গে ওপার বাংলার বধুও তিনি। বিভিন্ন অনুষ্ঠানে বা সংবাদ মাধ্যমে তাকে মাঝে মাঝে কলকাতার শ্বশুরবাড়ি নিয়ে নানা প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের স্বাচ্ছন্দ্যে উত্তরও দেন এই অভিনেত্রী।
সম্প্রতি জনপ্রিয় ওয়েব ‘মাই শেলফ অ্যালন স্বপন’ অনবদ্য অভিনয়ের জন্য ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিথিলা। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে গণমাধ্যমকে জানিয়েছেন ‘বাংলাদেশ থেকে শ্বশুরবাড়ির লোকজন অনেক কিছু নিতে বলেন। তবে তারা শুটকি, ইলিশ মাছ, ভর্তা এবং জামদানি শাড়ি নিতে বলেন বেশি।’
কলকাতায় কাজ করা প্রসঙ্গে মিথিলা বলেন, আমি দুই জায়গায় কাজ করে যাচ্ছি। কলকাতায় আমি নতুন। তবে এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যে কাজ করে যাচ্ছি। এখানে সবার সহযোগিতা পাচ্ছি।
নতুন সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, আমি নতুন একটা সিনেমায় কাজ কছি। সেটি শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে। সিনেমায় আমি অভাগীর চরিত্রে অভিনয় করছি।
এদিকে মঙ্গলবার ( ২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘বাংলাদেশ এচিভারস অ্যাওয়ার্ড ২০২৩’ প্রাপ্তির সুখবর দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন মিথিলা।