ডাব ১৬ টাকা! বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না: আসিফ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ডাব ১৬ টাকা! বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না: আসিফ

ডাব ১৬ টাকা! বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না: আসিফ

  • Font increase
  • Font Decrease

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরকে খেলা পাগল হিসেবে সবাই জানে। শুরু হয়েছে এশিয়া কাপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন রাবণের দেশ শ্রীলঙ্কায়। সেখানে উড়ে গেছেন আসিফও। শ্রীলঙ্কায় কাটানো দিনগুলো নিয়ে প্রতিদিন সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে নানা বিষয়ে পোস্ট দিচ্ছেন।  

কখনও দেশের ক্রিকেট নিয়ে, কখনওবা লঙ্কান প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। শুক্রবার (১ সেপ্টেম্বর) জনপ্রিয় এ সংগীতশিল্পী তার ফেসবুক পোস্টে ‘শ্রীলঙ্কার বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের’ গল্প মজার ছলে তুলে ধরেছেন। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার যে তুলনা, তা ব্যাখ্যাও করেছেন। বাংলাদেশের দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব নিয়ে কটাক্ষও করেছেন।

আসিফ আকবরের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

হলফ করে বলতে পারি বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না। বন্দরনায়েকে এয়ারপোর্ট থেকে দ্রুততম সময়ে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে কোন জ্যাম ছাড়াই হোটেলে পৌঁছে গেছি। সৌন্দর্যমন্ডিত মসৃণ রাস্তায় পাইনি কোন খোঁড়াখুঁড়ির আলামত। নেই কোন অবৈধ অটো’র অত্যাচার, তেলচালিত বেবী ট্যাক্সিই একমাত্র ছোট বাহন, নেই মোটর সাইকেলের দৌরাত্ম্য। চৌদ্দগুষ্টির স্তুতিবাক্য নিয়ে লটকে থাকা কোন প্যানাফ্লেক্স ব্যানার সাইনবোর্ড দেখিনি। চোখে পড়েনি কোন রাজনৈতিক গার্বেজ সভাপতি সম্পাদক টাইপ উপ সহ কিংবা পাতি নেতার অখাদ্য প্রচার প্রচারণার নমুনা। বিদ্যূতের সাময়িক সঙ্কট পুরোপুরি কেটে গেছে।

কলম্বো থেকে চার ঘণ্টার দূরত্বে ক্যান্ডি যাওয়ার পথও ছিল মসৃন। গাড়ির হর্ন শোনারও সৌভাগ্য হয়নি। দ্রব্যমূল্য নিয়ে সৃষ্ট সাময়িক উষ্মাও গায়েব, দেখেছি উৎসবমুখর পরিবেশ। একটা ডাবের দাম বাংলাদেশি ষোল টাকা, পানিটা একটু বেশীই সুস্বাদু লাগলো। রাস্তার পাশে নেই কোন অপরিকল্পিত টং দোকান, পথের ধারে দেখিনি ময়লা আবর্জনা খালি বোতল পলিথিন। গ্যালারী থেকে বের হওয়ার সময় সবাই যার যার শেষ হয়ে যাওয়া খাবারের প্যাকেট, খালি পানির বোতল হাতে করে নিয়ে ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলছে।

এখানে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জাতি জিম্মি নয়। ৬০% বৌদ্ধ, ২০% হিন্দু, ১০% মুসলিম, ১০ % খ্রিস্টানের দেশে নেই খুন ধর্ষণ গুম হত্যা মামলাবাজি, অথচ ৯২% মুসলমানের বাংলাদেশে এসবের সাথে রয়েছে খাদ্য ভেজালকারী, সুদখোর ঘুষখোর আর ভূমিদস্যুর রাহুগ্রাস। দেশ খোকলা করে দেয়া ঐতিহাসিক ব্যাংক লুটেরা আর চাটার দল নেই। মাঝখানে যে কয়দিন পরিবারকেন্দ্রিক রাজনৈতিক জমিদারী ছিল, তারা জনরোষে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে। জাপানের টাকায় নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ের সামান্য কাজ টাকার অভাবে বন্ধ আছে, তারা ঋণ করে ঘি খাওয়া জাতি না, টাকা জমলে বাকী কাজ শেষ করবে। রাতগভীরে ক্যান্ডি থেকে আসার পথে কয়েকবার গাড়ি থেমেছে, ফাঁকা রাস্তায় বেকুবের মত রেড সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম।

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, কারণ এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুতেই শেষ হয়ে গেছে। বিশ বছরের গহযুদ্ধ তাদের নিঃশেষ করতে পারেনি। তারা কথিত রাবণের অনুসারী হিসেবে রাক্ষসের জাত, আর আমরা মানুষরুপে রাক্ষসের বাপ খোক্কসে পরিণত হয়েছি। আর এই একটা কারণেই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না।

   

করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’

করণের সহ-প্রযোজক আলিয়া, আসছে নতুন ছবি ‘জিগরা’

  • Font increase
  • Font Decrease

‘ধর্ম প্রোডাকশন’-এর হাত ধরে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী আলিয়া ভাট। ছবির নাম ‘জিগরা’। বাসান বালা পরিচালিত এই ছবি অ্যনাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এল আজ। ছবির সহকারী প্রযোজক আলিয়া নিজেই।

যে প্রযোজনা সংস্থার হাত ধরে পা রেখেছিলেন রুপালি দুনিয়ায়, এবার তাদের সঙ্গেই হাত মিলিয়েই ছবির প্রযোজনা করছেন অভিনেত্রী আলিয়া ভাট। মুখ্য চরিত্রে তিনিই স্বয়ং। ছবির নাম ঘোষণা হয়েছে আজ, পোস্ট করা হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট টিজারও।

করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর যৌথ প্রযোজনায় আসতে চলেছে 'জিগরা'। মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। ‘জিগরা’র ঘোষণা করেন কর্ণ জোহর ও আলিয়া ভট্ট দুজনেই।

টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘নিবেদন করছি জিগরা, প্রতিভাবান বাসান বালা পরিচালিত, এবং ধর্ম প্রোডাকশনস ও ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায়। ধর্ম প্রোডাকশনের ছবিতে ডেবিউ করা থেকে শুরু করে এখন তাদের সঙ্গেই ছবির প্রযোজনা করা, মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম এতদিনে একটা বৃত্ত সম্পূর্ণ করতে পারছি।' তিনি একইসঙ্গে লেখেন, 'প্রতিদিন এক একটা নতুন দিন... উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জে ভরা (এবং খানিকটা ভয়েরও)... শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, একজন প্রযোজক হিসেবেও এই ছবিটাকে প্রাণ দিয়ে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার তর সইছে না। 'জিগরা' প্রেক্ষাগৃহে আসছে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালে।’

অভিনেত্রীর টিজার পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মীর থেকে পেয়েছেন শুভেচ্ছাবার্তা। দিয়া মির্জা, জোয়া আখতার, ভূমি পেডনেকর, বেদাঙ্গ রানা, ইরা দুবে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রথম যে লুক প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে আলিয়া প্যান্ট-শার্ট পরে, চুলে পনিটেইল। ব্যাকপ্যাকও রয়েছে। নেপথ্যে আলিয়ার কণ্ঠ শোনা যাচ্ছে, ‘আমার রাখি পরিস না তুই। তুই আমার সুরক্ষায় আছিস। আমি তোর কোনও ক্ষতি হতে দেব না। কখনও না।’

প্রসঙ্গত, ২০১২ সালে ধর্ম প্রোডাকশন-এর ব্যানারে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট।

করণ জোহর, আলিয়া ভাট, অপূর্বা মেহতা, সোমেন মিশ্র এই ছবির প্রযোজক।

;

নাচতে নাচতে বিয়ের মণ্ডপে রাঘব-পরিণীতি!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন রাঘব-পরিণীতি। উদয়পুর লীলা প্যালেসের পিচোলা হ্রদের ধারে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে, মণ্ডপে ঢুকার সময়ের নাচ এখন ‘টক অফ দ্য টাউন’। রাঘব-পরিণীতির সাদা থিমের বিয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে, মালা বদলের পর মঞ্চের দিকে নাচতে নাচতে চলেছেন তাঁরা। রাঘব এক হাতে ধরে রয়েছেন ছাতা। পরিণীতি পুরো নাচের মুডে। বউয়ের এনার্জির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছেন রাঘব নিজেও।


ইনস্টাগ্রামে একজন পাপারাজ্জি তার অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করেছেন। যেখানে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেট-নাগরিকরা। একজন লিখেছেন, ‘কী কিউট…’। আরেকজন লিখেছেন, ‘আমি চোখ ফেরাতে পারছি না ওদের থেকে।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিয়ের একাধিক ছবি শেয়ার করে পরিণীতি আর রাঘব যৌথ বিবৃতি দিয়ে লিখেছেন, ‘ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম কথা থেকেই হৃদয় জানত। এই দিনটার জন্য কতদিনই না অপেক্ষা করলাম। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলা শুরু হলো।’

কনের তরফে নিমন্ত্রিতের তালিকায় তারকাদের মধ্যে ছিলেন সানিয়া মির্জা, মণীশ মলহোত্রা। রাঘবের তরফে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়াত মান, ক্রিকেটার হরভজন সিং, যুবসেনা প্রেসিডেন্ট আদিত্য ঠাকরে।


বিয়েতে সাদা ও বেইজ পোশাকে সেজেছিলেন রাঘব-পরিণীতি। মণীশ মলহোত্রার ডিজাইনে লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। সঙ্গে এমারেল্ডের গয়না। মাথার লম্বা ভেইলে খোদাই করা ছিল রাঘবের নাম। আর রাঘব পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি ও বেইজ রঙের পাগড়ি।

;

মা হলেন অভিনেত্রী স্বরা ভাস্কর



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের ঘর আলো করে এলো কন্যা সন্তান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে ‘স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট’ মেনে বিয়ে করেন তিনি। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে মেয়ে ও স্বামী ফাহাদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছেন তিনি।

আদর করে ইতোমধ্যে সন্তানের নাম রেখেছেন রাবিয়া। শোনা যাচ্ছে, সুফি সন্ত রাবিয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা ও আহমেদ। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বরা।

মা হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন স্বরা। নীনা গুপ্তা, মহম্মদ জিশান আয়ুব, টিসকা চোপড়া, গুণিত মঙ্গারা শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-কে।

২০২০ সালে একটি প্রতিবাদ সভায় ফাহাদের সঙ্গে প্রথম দেখা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে, মার্চে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। তাদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। জুনে ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন স্বরা ভাস্কর। এ নিয়ে অনেকে অকারণে কটাক্ষ করতেও ছাড়েননি। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন স্বরা, সেই দাবি তুলে বিদ্রুপ করেছেন অনেকে। 

 

;

একসঙ্গে ‘খেলা হবে’ নিয়ে আসছে পরীমনি-বুবলী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
পরীমনি ও বুবলী। ছবি: সংগৃহীত

পরীমনি ও বুবলী। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পরীমনি ও শবনম ইয়াসমীন বুবলী ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা। এই দুই নায়িকা দেশের মানুষকে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। কিন্তু, তাদেরকে একসঙ্গে কখনো পর্দায় দেখা যায় নি। তবে এবার দর্শকরা তাদেরকে পর্দায় একসঙ্গে দেখতে পারবেন। ‘খেলা হবে’ সিনেমায় পরিচালক তানিম রহমান দুজনকে এক ক্যামেরায় নিয়ে আসতেছেন।  

গতকল রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

পরীমনি-বুবলী বাদেও এই সিনেমায় আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।

টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। 

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

;