নানার শোক কাটিয়ে নতুন কাজে পরীমণি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরীমণি, ছবি : ফেসবুক

পরীমণি, ছবি : ফেসবুক

নানা মারা যাওয়ার পর আলোচিত চিত্রনায়িকা পরীমণির ফেসবুক যেন হয়ে উঠেছিল শোক বই। খুব স্বাভাবিক বিষয়, যে নানাই ছিল তার বাবা-মা সব, তাকে হারিয়ে মনের অবস্থা এমনই। তবে জীবন তো চলে জীবনের নিয়মে। তাই নানার কবর ধরে সারাক্ষণ বসে থাকতে মন চাওয়া পরীকেও ফিরতে হয়েছে ইঠ কাঠের নগরী ঢাকাতে।

এবার কাজে ফেরারও ঘোষনা দিলেন। আজ দুপুরে এই নায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘‘আগামীকাল দারুণ কিছু হবে’।

বিজ্ঞাপন
নানার কবরে ফুলগাছ লাগাচ্ছেন পরী, সঙ্গে রাজ্য, ছবি : ফেসবুক

তার সেই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, হয়ত নতুন কোনো সিনেমা নিয়ে আসছেন তিনি। কিন্তু সে ধারণা ভুল। সিনেমা নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন এ চিত্রনায়িকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে পরীমণি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরি এই পণ্যগুলো আন্তর্জাতিক মান নিশ্চিত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এ পণ্যগুলো ভোক্তাদের মন জয় করে নেবে।

বিজ্ঞাপন
পরীর কোলে পুত্র রাজ্য, ছবি : ফেসবুক

শুধুমাত্র দেশীয় বাজারই নয়, আন্তর্জাতিক বাজারের উপযোগী পণ্য প্রথমবারের মতো বাংলাদেশেই উৎপাদন করছে, যা বিশ্ববাজার থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ভেজালমুক্ত ও নকলমুক্ত পণ্য ভোক্তাদের কাছে সহজলভ্য হবে। কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ নেওয়ার জন্য ব্র্যান্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।