শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যা বললেন নায়িকা পরিমণি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা পরিমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরিমণি। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যাদের মধ্যে রয়েছে বিনোদন জগতের শিল্পীরা। এমন ঘটনায় নিন্দা জানাতে পিছিয়ে নেই চিত্রনায়িকা পরিমণি।

হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন তারকারাও। এরমধ্যে চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’ লেখাটি প্রথমে লিখেছেন কণ্ঠশিল্পী লুৎফর হাসান। তাকে ক্রেডিট দিয়েই কথাটি লিখেছেন পরীমণি।

এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন।

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীসহ দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।