কোটা আন্দোলন নিয়ে যা বললেন শাকিব খান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এক দফা দাবিতে উত্তাল রাজপথ। এরই মধ্যে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও পুলিশের বিরুদ্ধে।

কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবাররা। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান করার অনুরোধ করেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) দুপুরে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’