উইল স্মিথ, এমিলি ব্লান্টদের কাতারে মেহজাবীন!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে মেহজাবীন ও নির্মাতা মাকসুদ হোসাইন

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে মেহজাবীন ও নির্মাতা মাকসুদ হোসাইন

আজকাল প্রায়ই হলিউডের তারকাদের সঙ্গে ছবি প্রকাশ করেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। না, তিনি সাধারণ ভক্তদের মতো হলিউড তারকাদের শুটিং দেখতে যান না। মেহজাবীন সেখান থেকে ছবিগুলো তোলেন সেখানে হলিউড তারকাদের মতো তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে যান।

তেমনি এক উৎসব থেকে হলিউডের প্রখ্যাত দুই তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে সেলফি প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। 

বিজ্ঞাপন
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় মেহজাবীন চৌধুরী

বিনোদন অঙ্গনে এ মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আলোচনায় থাকার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন সাজে অংশ নেন মেহজাবীন চৌধুরী

পরিচালক মাকসুদ হোসাইন জানান, ‘‘এই আয়োজনের অংশ হতে পারা গৌরবের। ‘সাবা’ এই উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। এ নিয়ে চারটি উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেল সিনেমাটি। আমি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের।’’

বিজ্ঞাপন

মাকসুদ আরও বলেন, ‘‘রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের ‘সাবা’ সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।’’

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রযোজক, সুরকার সিমন ফ্রাঞ্জলেনের সঙ্গে মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন

অস্কারের চড়–কাণ্ডে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ। তবে এর আগে ‘কিং রিচার্ড’ সিনেমায় অভিনয় করে অস্কার জয় করেন। ‘সাবা’র জন্য শুভকামনা জানিয়েছেন ‘ওপেনহাইমার’ তারকা এমিলি ব্লান্ট। অস্কারে মনোনয়ন পাওয়া এই তারকা এর আগে ‘গিডিয়ন্স ডটার’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন।

প্রযোজক, সুরকার সিমন ফ্রাঞ্জলেনের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’ সিনেমার নাম। পেয়েছেন গ্র্যামিসহ একাধিক আয়োজনের পুরস্কার ও সম্মাননা। এমন বিশ্বের গুরুত্বপূর্ণ তারকাদের অনেকেই ‘সাবা’ নিয়ে কথা বলেছেন। মাকসুদ হোসাইন জানান, আগামীকাল থেকে পরপর তিনটি শো হবে সিনেমাটির।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীন চৌধুরী

তিনি বলেন, ‘নতুন আয়োজন হলেও রেড সি এখন অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নিয়ে অনেক পরিচালক, প্রযোজকের আগ্রহ রয়েছে। আমাদের সিনেমাটি নিয়ে তাঁরা কী বলেন, সেটাই জানার অপেক্ষায় রয়েছি।’

৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন সাজে অংশ নেন মেহজাবীন চৌধুরী