মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে, কতোটা বদলেছেন দীপিকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দীপিকা পাডুকোন

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে দীপিকা পাডুকোন

গত ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে পাঞ্জাব-বলিউড গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন। কারণ সন্তান প্রসবের পর এটিই তার প্রথমবার জনসমক্ষে আসা। স্বাভাবিকভাবেই সেই কনসার্টের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়।

সেদিন দীপিকাকে বেশ অন্যরকম লাগছিলো। নায়িকা হওয়ার শুরুর দিন থেকে ১৫ বছরের ক্যরিয়ারে কখনোই তাকে মোটা হতে দেখা যায়নি। মাতৃত্ব স্বাভাবিকভাবেই তাকে এই ওজন বাড়িয়েছে, সেটা তিনি সহজভাবে মেনে নিয়েছেন। তাইতো স্থুলকায় শরীরে জনসম্মুখে আসতে তার কোন দ্বিধা হয়নি।

বিজ্ঞাপন

দিলজিতের টিম তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি গায়কের লাভার গানের সময় মঞ্চে আসেন দীপিকা। বন্ধুদের সঙ্গে কনসার্টে অংশ নিতে আসা দীপিকাকে পাওয়া যায় সম্পূর্ণ মাস্তি মুডে। সাদা জ্যাকেট ও জিন্স পরে এসেছিলেন দীপিকা। তাকে দিলজিতের গানে ভাঙ্গড়া করতেও দেখা গেছে। এমনকি দিলজিতের সঙ্গে মঞ্চেও দেখা গেছে দীপিকাকে।

সন্তান প্রসবের পর এটিই দীপিকার প্রথমবার জনসমক্ষে আসা

কনসার্টে দীপিকাকে দেখে উচ্ছ্বসিত এক ভক্ত লিখেছেন, ‘দীপিকা কি বেঙ্গালুরুতে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর মানে বাবা রণবীর ডিউটিতে, দুয়াকে সামলাচ্ছেন তিনি’। আরেকজন লেখেন, ‘ওএমজি ওএমজি ওএমজি’। তৃতীয়জনের মন্তব্য, ‘একটা সিনেমা চাই আমি দীপিকা আর দিলজিতের’।

বিজ্ঞাপন

গেল ৮ সেপ্টেম্বর মেয়ের মা-বাবা হন রণবীর-দীপিকা। ১ নভেম্বর তারা ঘোষণা করেছিলেন যে, তারা মেয়ের নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং এবং ইনস্টাগ্রামে দিওয়ালি উপলক্ষে সাজুগুজু করা মেয়ের একটি পায়ের ছবি পোস্ট করেছিলেন।

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস