জন্মদিনে হেলিকপ্টারে চড়ে বড় ঘোষণা নিশোর

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আফরান নিশোর জন্মদিনে সুনেরাহ’র শেয়ার করা ভিডিওর দৃশ্য

আফরান নিশোর জন্মদিনে সুনেরাহ’র শেয়ার করা ভিডিওর দৃশ্য

আজ দেশের অন্যতম সফল অভিনেতা আফরান নিশোর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাকে ভক্ত থেকে শুরু করে বন্ধু-সহকর্মীরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রচুর।

তবে নিশো সকাল থেকেই ছিলেন চুপ। অবশেষে জন্মদিনের বিকেলে দেখা দিলেন এই তারকা। যেনতেন ভাবে নয়, একেবারে ‘বস’-এর বেশে হেলিকপ্টারে চড়ে নামলেন তিনি। তবে মুখ দেখালেন না, চুলে ঝুটি করা, কেতা দুরস্ত পোশাকে পেছন থেকেই বুঝিয়ে দিলেন তিনি আফরান নিশোই!

বিজ্ঞাপন
নিশোর জন্মদিনে সুনেরাহ’র শেয়ার করা ভিডিওর দৃশ্য

অল্প কিছুক্ষণ আগেই এমনই একটি ভিডিও শেয়ার করেছেন তার নতুন সিনেমার নায়িকা সুনেরাহ বিনতে কামাল। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘বছরের সবচেয়ে বড় ঘোষণা নিয়ে জন্মদিনে আসছে ‘বস’!’’

‘বস’ কথাটি ছিলো তার একই ছবির আরেক নায়িকা তমা মির্জার পোস্টেও। নিশোকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ ফেসবুকে লিখেছেন, ‘‘একজন প্রকৃত বসের কোন বস নেই’। শুভ জন্মদিন আফরান নিশো ভাইয়া। তুমি তারার মত জ্বলজ্বলে থাকো।’’

বিজ্ঞাপন
এই ছবিটি দিয়ে নিশোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তমা মির্জা

সুতরাং, দুই নায়িকার ‘বস’ সম্বোধন এবং প্রকাশিত ছোট্ট ভিডিওটিতে হাব-ভাব দেখে বোঝাই যাচ্ছে নতুন ছবিতে ‘বস’-এর বেশে হাজির হবেন আফরান নিশো।

অনেকেই জানেন এই ছবিটির নাম ‘দাগি’। সময়ের অন্যতম সফল নির্মাতা শিহাব শাহীনের এই সিনেমায় নিশোর বিপরীতে আছেন দুইজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

সুনেরাহ বিনতে কামাল

নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’ ২০২৩-এর বড় হিটের একটি। তবে ২০২৪-এ তাকে দেখা যায়নি প্রেক্ষাগৃহে। তিনি এই সময়ে ব্যস্ত ছিলেন নতুন সিনেমার প্রস্তুতিতে। এরইমধ্যে তার দুটি নতুন ছবির খবর সামনে এসছে। দুটিরই প্রযোজক আলফা আই। তারমধ্যে একটি ছবির শুটিং শেষ করেছেন বলে জানা গেছে। সেই ছবিটির নামই ‘দাগী’। এই ছবির বিশেষ কোন ঘোষণা হয়তো আজই আসতে যাচ্ছে, সুনেরাহ’র শেয়ার করা ভিডিওতে তারই ইঙ্গিত দিচ্ছে। অনেকেই ধারণা করছেন, হয়তো আজই নিশোর ‘দাগি’র মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।

তমা মির্জা

তমা মির্জা সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন তারা ঈদের বাজারেই আসতে চান। দেখা যাক ‘দাগী’ ঈদুল ফিতর মাতাতে বড়পর্দার আসে কিনা। তা জানতে হলে ঘোষণার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই!