১৩ ডিসেম্বর থেকে প্রেক্ষাগৃহে ফারুকীর ‘ডেমোক্রেসি প্রা. লি.’
স্বনামধণ্য নির্মাতা ও বর্তমানের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রা. লি.’-এর ট্রেইলার গত ৬ নভেম্বর রিলিজের পর বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...।’ ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী নতুন এই প্রকল্পের সংলাপ এটি। অভিনয়শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ।
এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে।
এমন নানা কারণে সবার মনে একটাই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে সিরিজটি। সেদিনই ফারুকী বলেছিলেন, খুব শিগগিরই দেখতে পাবেন কাজটি।
কথা রাখলেন ফারুকী, তাই আর ভক্তদের বেশি অপেক্ষা করতে হলো না। দর্শকদের জন্য সুখবর হচ্ছে, কাজটি সিনেমা আকারে চলতি মাসের ১৩ তারিখেই দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।
আজ (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়েছে ‘ডেমোক্রেসি প্রা. লি.’- এর অফিসিয়াল পোস্টার। সেখানেই ঘোষণা দেয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মহাসমারোহে দর্শকের কাছে পৌঁছোবে ‘৮৪০’।
অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাযিম জয়সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন ছবিটিতে।
এর আগে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারিদিকে যেনো ধুন্ধুমার আলোচনা সৃষ্টি করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আসতে চলেছে সেই ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’ বা ‘ডেমোক্রেসি প্রা. লি.’।
সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।