নৃত্যগুরু সোহাগের জন্মদিনে জনপ্রিয় তারকাদের বার্তা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবিলা, পূর্ণিমা, নৃত্যশিল্পী সোহাগ, মেহজাবিন, মীম

সাবিলা, পূর্ণিমা, নৃত্যশিল্পী সোহাগ, মেহজাবিন, মীম

শোবিজ ইন্ডাস্ট্রিতে নৃত্য কোরিওগ্রাফারের কথা বলতে গেলে সবার আগে যে নামটি চলে আসে তিনি ইভান শাহরিয়ার সোহাগ। টানা দেড় দশক শোবিজের শীর্ষ কোরিওগ্রাফার হিসেবে কাজ করে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। আজ (১ জানুয়ারি) তার জন্মদিন। তার এই বিশেষ দিনটি স্পেশ্যাল করে দিলেন দেশের জনপ্রিয় তারকারা। লিখেছেন মাসিদ রণ

পূর্ণিমা ও সোহাগ

‘সে একাধারে আমার ভাই, বন্ধু ও সহকর্মী’

বিজ্ঞাপন

পূর্ণিমা
চিত্রনায়িকা
ইভান শাহরিয়ার সোহাগ আমার খুব প্রিয় এবং কাছের মানুষ। সে একাধারে আমার ভাই, বন্ধু ও সহকর্মী। তার সঙ্গে শেষ ১৫ বছরে এতো কাজ করেছি, এতো সময় কাটিয়েছি যে সেটা বলে শেষ করা যাবে না। আমার স্টেজ পারফরমেন্সের সিংহভাগই তার সঙ্গে করা। মেধাবী শিল্পী না হলে তো আর এতো বছর শীর্ষ অবস্থানে থাকতে পারত না। সবচেয়ে বড় কথা, সে একজন ভালো মানুষ। এ জন্যই বন্ধুত্ব হতে সময় লাগেনি। আমি যতোই বন্ধু হই না কেন, শিল্পী হিসেবে আমার প্রাপ্য সম্মানটুকু দিতে সে কখনোই ভুল করে না। এটাই হলো তার পেশাদারিত্ব। জন্মদিনে সোহাগের জন্য অনেক দোয়া। সে যেন আজীবন এভাবেই হেসে-খেলে কাটিয়ে দিতে পারে সেই কামনা থাকল।

ইভান শাহরিয়ার সোহাগ ও মেহজাবীন চৌধুরী

‘আমাদের বোঝাপড়া অনেক চমৎকার’
মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী
ইভান শাহরিয়ার সোহাগকে নিয়ে যতোই বলি কম বলা হবে। আমার নৃত্যশিল্পী পরিচয়ের অনেকটাই তার হাতে তৈরী। আমরা একসঙ্গে কতো কাজ করেছি সে হিসেব করাটা কষ্টসাধ্য। শুধু এটুকু বলতে পারি, আমাদের বোঝাপড়া অনেক চমৎকার। একে অপরকে মন থেকে সম্মান করি, ভালোবাসি। নিশ্চয়ই আমরা আরও অনেক পথ একসঙ্গে পাড়ি দিতে চাই। আর এ ধরনের প্রত্যাশা তখনই পূর্ণ হয় যখন দুটি মানুষের মনের মিল থাকে। সোহাগ ভাইয়ার কাছ থেকে আমি যেমন অনেক কিছু শিখেছি, তেমনি তিনিও আমার যে কোন পরামর্শ মন দিয়ে শুনে তারপর একটি কাজ সম্পন্ন করেন। খুব ভালো মনের একজন মানুষ। আমি তার জন্মদিনে অনেক শুভকামনা জানাই। সবাই তার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থেকে অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দিতে পারেন।

বিজ্ঞাপন
ইভান শাহরিয়ার সোহাগ ও বিদ্যা সিনহা মিম

‘ভীষণ ক্রিয়েটিভ মানুুষ’

বিদ্যা সিনহা মিম
নৃত্যশিল্পী ও অভিনেত্রী
সোহাগ ভাইয়া আমার খুব পছন্দের একজন মানুষ। সবচেয়ে বড় কথা তিনি ভীষণ ক্রিয়েটিভ একজন মানুষ। তার মধ্যে পরোপকারী গুণটি রয়েছে। দেখা যাচ্ছে একটি কাজে সে কোনভাবেই যুক্ত নয়, কিন্তু নিজ থেকে সাহায্য করতে চলে এসেছেন। এই গুণ সবার মধ্যে থাকে না। এবং জীবনের খুব ভয়ঙ্কর মুহূর্তেও আমি তাকে দেখেছি খুব ঠাণ্ডা মাথায় গুছিয়ে চলতে। আমার হয়ত প্রতিদিন তার সাথে কথা হয় না, কিন্তু আমি মনে করি সোহাগ ভাইয়া আছেন, আমার কোন সমস্যা হলে সমাধান হয়ে যাবে। আমি তার কাছে সমাধান চাই আর না চাই, এটা আমার মাথার মধ্যে থাকে। এটা হয়ত তাকে প্রকাশ করিনি কখনো, কিন্তু আমি এভাবেই ফিল করি তাকে। তার জন্মদিনে আমি চাই সে খুব সুসব সুন্দরভাবে আজীবন কাজ করে যাক।

মুনমুন আহমেদ 

‘সে যেন সুস্থ, নৃত্যচর্চা ও শুদ্ধ জীবনযাপনের মধ্যে থাকতে পারে’

মুনমুন আহমেদ
নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক
সোহাগকে অনেক ছোটবেলা থেকে চিনি। নাচের প্রতি তার ভালোবাসা ছিল অদম্য। তাইতো অতো ছোটবেলায় আমার কাছে নাচের কর্মশালা করতে বরিশাল থেকে ঢাকায় আসত। সে একজন মেধাবী নৃত্যশিল্পী। জন্মদিনে সোহাগকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা থাকলো। দোয়া করি, সে যেন সুস্থ নৃত্যচর্চা ও শুদ্ধ জীবনযাপনের মধ্যে থাকতে পারে।

বিজরী বরকতউল্লাহ ও ইভান শাহরিয়ার সোহাগ

‘শিল্পীদের অনেক সম্মান করে’

বিজরী বরকতউল্লাহ
নৃত্যশিল্পী ও অভিনেত্রী
ইভান শাহরিয়ার সোহাগ আমাদের দেশের একজন প্রতিথযশা ও গুণী একজন নৃত্যশিল্পী-নৃত্য কোরিওগ্রাফার। তার কোরিওগ্রাফিতে দীর্ঘদিন ধরে অনেক নাচ করেছি। সে তার মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে গেছে এবং অনেক সুনাম অর্জন করেছে। তার আরেকটি গুণ, সে শিল্পীদের অনেক সম্মান করে। সিনিয়রদের অনেক বেশি সম্মান করে। এটা সবাই পারে না বা করে না। কাজের ব্যাপারেও সোহাগ খুবই সিনসিয়ার।

মাহনূর মাহবুবা চাঁদনী ও ইভান শাহরিয়ার সোহাগ

‘সোহাগ আজ এতোদূর এসেছে দেখে গর্বে বুকটা ভরে যায়’
মাহনূর মাহবুবা চাঁদনী
নৃত্যশিল্পী ও অভিনেত্রী
সোহাগের সঙ্গে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ করছি। প্রথম পরিচয় ঢাকার একটি প্রোগ্রামে। সেখানে আমার নাচ দেখেই আমাকে তার দলে কাজের প্রস্তাব দেয়। সেই থেকে এখনো আমরা কাজ করে যাচ্ছি। অনেকেই হয়ত জানেন না, সোহাগ নৃত্যশিল্পীর পাশাপাশি শুরু থেকেই একজন কোরিওগ্রাফার। তার কোরিওগ্রাফিতে আমি প্রথম নাচি ২০০৮ সালে ‘ও সুজন’ গানে। ওই নাচটিকে এখনো কেউ টেক্কা দিতে পারেনি। এটিএন বাংলার ঈদের স্পেশ্যাল প্রোগ্রামে সেই নাচ দেখে আমাদের প্রিয় চিত্রনায়ক রিয়াজ বলেছিলেন, তার স্ত্রী তিনাকেও যেন সোহাগ এমন একটি নাচ শিখিয়ে দেয়। একটু একটু করে মেধা, শ্রম আর মিষ্টি ব্যবহার দিয়ে সোহাগ আজ এতোদূর এসেছে। দেখলে গর্বে বুকটা ভরে যায়। সে টানা এক যুগের বেশি সময় ধরে নম্বর ওয়ান কোরিওগ্রাফার হিসেবে কাজ করে যাচ্ছে।

আনিকা কবির শখ
নৃত্যশিল্পী ও অভিনেত্রী
দীর্ঘদিনের সম্পর্ক আমাদের। তা থেকে দেখেছি, সোহাগ ভাইয়া খুবই বিনয়ী স্বভাবের একজন মানুষ। সব সময় মানুষের বিপদে পাশে থাকেন। যতোদিন বেঁচে থাকি যেন আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে, একসঙ্গে কাজ করতে পারি সোহাগ ভাইয়ার জন্মদিনে এটাই প্রত্যাশা।

ইভান শাহরিয়ার সোহাগ ও সাবিলা নূর

‘সন্তানের মতো আদর যত্ন পেয়েছি’

সাবিলা নূর
মডেল ও অভিনেত্রী
আমি অভিনয়ে এসেছি অনেক পরে। তবে ছোটবেলা থেকে নাচ শিখতাম। ইভান শাহরিয়ার সোহাগ স্যারের কাছেই আমি নাচ শিখেছি। তাই পরিচয়ের প্রথম দিন থেকেই আমি তার কাছে সন্তানের মতো আদর যত্ন পেয়েছি। সোহাগ স্যার তখন বরিশালে থাকলেও তার নাচের সুনাম ছড়িয়ে পড়েছিল সারা দেশে। তাই আমার আম্মু তাকে বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসতেন আমাকে নাচ শেখানোর জন্য। তার নাচের মেধার কথা শিষ্য হিসেবে আমি আর কি বলব? শুধু এটুকু বলতে পারি, তিনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। আমি তার স্নেহ ও শিক্ষা পেয়ে ধন্য।

ইভান শাহরিয়ার সোহাগ ও প্রার্থণা ফারদিন দীঘি

‘বিপদে আপদে অনেক শিল্পীর পাশে দাঁড়াতে দেখেছি’
প্রার্থণা ফারদিন দীঘি
চিত্রনায়িকা
বিপদে আপদে অনেক শিল্পীর পাশে দাঁড়াতে দেখেছি সোহাগ ভাইয়াকে। তার সুন্দর ব্যবহার ও গুণের জন্য আজকের পর্যায়ে পৌঁছেছেন। তাই তাকে ভালো না বেসে পারা যায় না। তিনি নিজের জন্মদিন যতোটা না বড় করে উদযাপন করেন, তার চেয়ে তার প্রিয় শিল্পীদের জন্মদিন আরও অনেক সুন্দর করে আয়োজন করেন। এটা খুবই অসাধারণ একটা গুণ। এটা সবার থাকে না। আজকে বছরের প্রথম দিন, একইসঙ্গে সোহাগ ভাইয়ার জন্মদিন। আমি দোয়া করি, সারা জীবন যেন তিনি সুস্থ’-সুন্দর থেকে এভাবেই কাজ করে যেতে পারেন।