বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
সর্বোচ্চ ভোট পেয়েছেন আলেকজান্ডার বো, সর্বনিম্ন ইলিয়াস কোবরা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন২৫ অক্টোবর দিবাগত রাত ২টা ৫ মিনিটে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের। এই নির্বাচনে ৪৪৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৮৬টি। যার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন কার্যকরী সদস্য পদে নির্বাচন করা এক সময়ের চিত্রনায়ক আলেকজান্ডার বো। তিনি পেয়েছেন ৩৩৭টি ভোট। আর সর্বনিম্ন ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা ইলিয়াস কোবরা। তিনি পেয়েছেন ৬৮টি ভোট।
এছাড়া সভাপতি পদে নির্বাচিত মিশা সওদাগার পেয়েছেন ২২৭ ভোট, সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট। সহ সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল ৩১১ ও চিত্রনায়ক রুবেল ২৯৩ ভোটে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত। ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়।
আরও পড়ুন