এবার ‘বিশ্বসুন্দরী’র মুক্তি স্থগিত
সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত আলোচিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা মুক্তির কথা ছিলো আগামী ২৭ মার্চ (শুক্রবার)। তবে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে সুবিধাজনক সময়ে সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছে সিনেমাটির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।
এর আগে ৫ মার্চ সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। যদিও গেল বছরের ২ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়েছিলো ‘বিশ্বসুন্দরী’। সে সময় মিউজিক অসম্পূর্ণ থাকায় সেন্সর পায়নি সিনেমাটি। গেল বছরের ৩ এপ্রিল রাজধানীর ঢাকার অভিজাত একটি রেস্তোরাঁয় জমকালোভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে সিনেমাটির শ্যুটিং শুরু হয়। সিনেমাটির মাধ্যমে সিয়াম ও পরীমনি প্রথমবার জুটি বাঁধলেন।
সিয়াম-পরীমনি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরাসহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।