অস্কারের পর পেছালো গোল্ডেন গ্লোবস

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে কিছুদিন আগে পিছিয়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। এবার পেছানো হলো গোল্ডেন গ্লোবস।

প্রতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে অনুষ্ঠিত হয় অস্কার। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেছে ২৫ এপ্রিলে।

বিজ্ঞাপন

জানা গেছে, অস্কারের আট সপ্তাহ আগে অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গোল্ডেন গ্লোবস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নিয়ম অনুযায়ী প্রতি বছরের জানুয়ারির প্রথম রোববার অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। সেই রীতি অনুযায়ী ২০২১ সালের ৫ জানুয়ারি এটি হওয়ার কথা ছিলো। কিন্তু এই আয়োজন পিছিয়ে গেছে ২৮ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

সব ঠিক থাকলে টিনা ফে ও অ্যামি পোয়েহলার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসর সঞ্চালনা করবেন।