জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে একদিন আগেই ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
আয়োজকরা বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করবে। এরপর ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে।
এতে আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।
প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমুলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।
পাশাপাশি তিনি বলিউডের জনপ্রিয় একজন নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত। তার গাওয়া প্রথম বাংলা গান ‘তোমার-ই নাম লেখা’ এবং গানটি লিখেছে বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল। গানটি গেয়ে তিনি বাংলাদেশে বেশ প্রশংসিত হয়।
বহু প্রতিক্ষীত সুপারম্যান সিনেমার ট্রেইলার প্রকাশ পেল। পরিচালক এবং ডিসি স্টুডিওর কর্ণধার জেমস গান গতকাল (বৃহস্পতিবার) নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।
প্রথম দৃশ্যই ভক্তদের একেবারে অবাক করে দিয়েছে। অসীম ক্ষমতার অধিকারী সুপারম্যান হঠাৎ আকাশ থেকে এসে বরফে ঘেরা একস্থান আছড়ে পড়ে। স্পষ্টই বোঝা যায়, কেউ তাকে দূর থেকে ছুড়ে মেরেছে। রক্তাক্ত অবস্থায় শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার, দাঁড়াতে পারছেন না নিজের পায়েও। হুইসেল দিয়ে পোষ্য ক্রিপ্টোকে ডেকে বলছেন তাকে বাড়ি নিয়ে যেতে। ট্রেইলার দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, সুপার ভিলেন ল্যাক্স লুথারের বুদ্ধিমত্তা ভালই নাজেহাল করেছে ক্রিপ্টন প্লানেটের শেষ উত্তরসূরীকে।
ট্রেইলারে ক্লার্ক কেন্টের চরিত্রে ডেভিড কোরেন্সওয়েট এবং লোইস লেনের চরিত্রে র্যাচেল ব্রোসনাহান সামনে এসেছেন। তাদের দু’জনের রসায়ন ভক্তদের মন জয় করেছে ইতোমধ্যেই। এছাড়াও ভিলেন লেক্স লুথারের চরিত্র ফুটিয়ে তুলেছেন নিকোলাস হোল্ট। বড়পর্দায় এই প্রথমবার দেখা যাবে সুপারম্যানের পোষা কুকুর ক্রিপ্টোকে।
হেনরি কেভিল অভিনীত সুপারম্যান চরিত্র অমিমাংসিত অবস্থায় শেষ করে দিয়েছিল ডিসি। তাই ভক্তদের মাঝে নতুন সুপারম্যানের গ্রহণযোগ্যতা তৈরি করা একটা বেশ বড় চ্যালেঞ্জই ছিল।
সুপারহিরো জনরায় কমিকর ক্ষেত্রে ডিসি কমিকসের রাজত্ব থাকলেও লাইভ অ্যাকশন সিনেমায় সেই দাপট ধরে রাখতে পারেনি ডিসির প্রোডাকশন হাউজ। একের পর এক ভুল সিদ্ধান্তের মাশুল গুণতে হয়েছে। মার্ভেলের সাথে প্রতিযোগিতায় এবার সমানে সমান টক্কর দিতে প্রস্তুত ডিসিও। জেমস গান যেন কোমর বেঁধে নেমেছেন।
জেমস গানের ‘সুপারম্যান লেগেসি’ যা এখন নাম পরিবর্তন করে ‘সুপারম্যান’ নামে প্রকাশিত হচ্ছে, এই সিনেমা দিয়েই ডিসি ইউনিভার্সের নতুন সূচনা হলো। ‘গডস এন্ড মন্স্টার’ ফেইজের প্রথম সিনেমা ‘সুপারম্যান’-এর মাধ্যমে সফট রিবুট করা হলো। এর আগে মার্ভেলের ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ফ্রাঞ্চাইজি পরিচালনার দায়িত্বে ছিলেন জেমস গান। এই সুপার হিরো টিম কমিকে তেমন পরিচিত না হলেও, জেমসের বদৌলতে সিনেমার মাধ্যমে ভক্তদের প্রিয় ট্রিওলজি বনে যায়। এই ফ্রাঞ্চাইজির ৩ টি সিনেমাই ব্যবসা সফল হওয়ার পাশাপাশি, সমালোচকদের থেকে ভালো রেটিংও পায়। তার পরিচালনায় নতুনভাবে সাজানো ডিসিকে নিয়ে ভক্ত এবং প্রযোজনা সংস্থার সকলেই আশাবাদী। ‘সুপারম্যান’ সিনেমাটি প্রকাশ পাবে ১১ জুলাই, ২০২৫ তারিখে।
২ মিনিটের টিজার ট্রেইলারে সিনেমার বেশ অনেকগুলো দৃশ্য ফুটে উঠেছে। হিরো, ভিলেন সহ সব গুরুত্বপূর্ণ চরিত্রে ঝলক দেখে ভক্তদের পিপাসা আরও যেন বেড়ে গেল।
সম্পর্কে তারা আপন দুই বোন। একজন মেহজাবীন চৌধুরী আরেকজন মালাইকা চৌধুরী। এর মধ্যে মেহজাবীন চৌধুরীর ছোট পর্দার ক্যারিয়ারের বয়স দেড় দশক। নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ তিনি।
আজ বড় পর্দায় অভিষেক হয়েছে তার। ২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।
এদিকে তার ছোট বোন মালাইকা চৌধুরীরও অভিনয় হলো আজ। তবে সেটি টিভি নাটকে। আজ প্রচারিত হয়েছে মালাইকা অভিনীত প্রথম নাটক।
বেশ কয়েক দিন আগে হয়েছে ‘সন্ধিক্ষণ’ নামের এই নাটকের শুটিং। এতে ছোটপর্দার প্রতিষ্ঠিত তারকা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এর গল্প লিখেছেন মালাইকার বড় বোন মেহজাবীন চৌধুরী। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করব। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’
অনেকেই দুই বোনের চেহারা ও কণ্ঠেও বেশ মিল পাচ্ছেন। বিষয়টি নিয়ে মালাইকা এর আগে গণমাধ্যমকে বলেছেন, ‘অনেকেই বলে আপুর সঙ্গে আমার চেহারা ও কণ্ঠের মিল রয়েছে। বিষয়গুলো আমি নিজেও খুব উপভোগ করি। তবে আমার নিজের কাছে কখনো আপুর সঙ্গে চেহারা ও কণ্ঠের মিল মনে হয়নি।’
তবে দুই বোনকে নিয়ে দর্শকদের কনফিউজড হওয়ার বিষয়টি উপভোগ করেন মালাইকা। তিনি বলেন, ‘আমার মজা লাগে, দর্শকরা কনফিউজড হয়। দুজনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে। সেসব মন্তব্যও পড়ি। আমার কাছে ভালোই লাগে পুরো বিষয়টা।’
জানা যায়, আজ ২০ ডিসেম্বর চ্যানেল আইতে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচারিত হয়েছে টেলিফিল্ম ‘সন্ধিক্ষণ’।
চলতি বছরের সেরা সিনেমার তালিকা যেমন করেছে গণমাধ্যমগুলো, তেমনি এসেছে বাজে সিনেমার তালিকাও। সমালোচকদের বিচারে ২০২৪ সালের বাজে সিনেমার তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।
মার্কিন চলচ্চিত্র সমালোচক ওয়েন গ্লেইবারম্যানের চোখে চলতি বছরের পাঁচটি বাজে সিনেমা হলো ‘পুলম্যান’, ‘রুমারস’, ‘রিগান’, ‘দ্য এন্ড’ ও ‘লিসা ফ্রাঙ্কেনস্টাইন’।
এর মধ্যে ‘পুলম্যান’ কমেডি মিস্ট্রি ঘরানার সিনেমা। এ ছবি দিয়েই নির্মাণে অভিষেক হয় অভিনেতা ক্রিস পাইনের। সমালোচকদের কম নম্বর তো ছিলই, বক্স অফিসেও সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি।
চলতি বছর কান উৎসবে প্রিমিয়ার হয়েছিল কমেডি হরর সিনেমা ‘রুমারস’-এর। কেট ব্লানচেট, অ্যালিসিয়া ভিকন্দারের মতো তারকা থাকার পরও বাজে সিনেমার তকমা পেয়েছে ছবিটি।
ওয়েন গ্লেইবারম্যান ছাড়াও আরেক সমালোচক পিটার ডারবার্গও সবচেয়ে বাজে পাঁচ সিনেমার কথা জানিয়েছেন। তার বিচারে প্রথমেই আছে ‘ডগম্যান’ সিনেমা।
আলোচিত ফরাসি নির্মাতা লুক বোঁসের ছবিটির এ তালিকায় থাকা বিস্ময়কর বটে। ছবিটি গত বছর ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা পেয়েছিল।
পিটার ডারবার্গের তালিকায় থাকা অন্য চারটি সিনেমা হলো ‘দ্য মাউস ট্র্যাপ’, ‘নট অ্যানাদার ক্রাঞ্চ মুভি’, ‘হ্যারল্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেয়ন’ ও ‘রেবেল মুন: ডিরেক্টরস কাট’।
সমালোচকেরা বলছেন, বাজে চিত্রনাট্য, দুর্বল নির্মাণ ও অভিনয় মিলিয়ে এ সিনেমাগুলো একেবারেই কোনো ছাপ রাখতে পারেনি।