টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ মারা গেছেন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ বরকতউল্লাহ

মোহাম্মদ বরকতউল্লাহ

বাংলাদেশ টেলিভিশনের সাবেক জি এম ও এক সময়ের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক মোহাম্মদ বরকতউল্লাহ আর নেই।

৩ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বিজ্ঞাপন

মোহাম্মদ বরকতউল্লাহর পাবিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি শারীরিক জটিলতার পাশাপাশি করোনাক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর রবিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

বাংলাদেশ টেলিভিশনের তুমুল জনপ্রিয় ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘কোথাও কেউ নেই’ নাটকের নির্মাতা ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনার বরকতউল্লাহ। জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লা তার মেয়ে।

বিজ্ঞাপন