সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত

  • সংযুক্ত আরব আমিরাত করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

রোববার (১৬ জুন) আমিরাতজুড়ে ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিও ঈদের নামাজ আদায় করেন। নামাজে মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুন) আমিরাতের সরকার কর্তৃক ঘোষণা অনুযায়ী আমিরাতে ৭টি রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিট, দুবাই ৫টা ৪৫ মিনিট, শারজাহ ৫টা ৪৪ মিনিট, আজমান ৫টা ৪৪ মিনিট, ফুজাইরাহ ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইন ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমা ৫টা ৪১ মিনিট ও আল-আইনে ৫টা ৪৪ মিনিটে ঈদ জামাত শুরু হয়।


নামাজ শেষে প্রবাসীরা সবাই একে-অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে যার যার সামর্থ্য অনুযায়ী প্রবাসীরা পশু কোরবানি করেন। অনেকে আবার কাজে ডিউটি থাকাতে নিজ নিজ কাজে যোগদান করেন।

উল্লেখ্য, আরাফাতের দিন এবং ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগামী ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত আমিরাতে ছুটি ঘোষণা করেছে ফেডারেল অথরিটি অব হিউম্যান রিসোর্স। ঈদের ছুটিতে প্রবাসীরা নিজেদের পরিকল্পনা ও সুযোগমত ঈদের ছুটি নানাভাবে উদযাপন করেন।