চীনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু!

  • সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় সিনিয়র উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো খোলা শুরু হয়েছে। চীনা নববর্ষের ছুটি শুরু হওয়ার পর হঠাৎ করেই করোনাভাইরাস দেখা দিলে চীনের সব প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

এই অবস্থা কাটিয়ে কয়েকদিন ধরে চীনের হুবেই প্রদেশের বাইরে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় বাকি প্রদেশগুলোর মধ্যে কিছু কিছু প্রদেশে জরুরি অবস্থা শিথিল করা হয়েছে।

বিজ্ঞাপন

ফলে এই অবস্থার মধ্যে প্রথম দফায় চলতি সপ্তাহের শুরুতে সোমবার (৯ মার্চ) চীনের উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশের ১৪৪টি সিনিয়র উচ্চ মাধ্যমিক স্কুল খোলা হয়েছে।

বিদ্যালয়গুলো শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটেশন এবং করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে কঠোর এবং ব্যাপক প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

কিংহাই প্রাদেশিক সরকারের শিল্প ও তথ্য প্রযুক্তি বিভাগ এসব স্কুলে মাস্ক, জরুরি ঔষধ এবং জীবাণুনাশক বরাদ্দ করেছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধ এবং জরুরি মহড়া সম্পর্কে প্রথম দিন বিদ্যালয়ের আলোচনা করা হয় শিক্ষার্থীদের মাঝে।