বিশ্বে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিন যত যাচ্ছে, ততই বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক তিন লাখ সাত হাজার ৯৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর ১৩ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর একদিনে তিন লাখ ছয় হাজার ৮৫৭ জন করোনা আক্রান্ত শনাক্ত রোগী হয়।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, ভারতে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। তবে ইউরোপের দেশগুলোতেও দিন দিন আক্রান্ত বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতে ৯৪ হাজার ৩৭২ জন, যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৫২৩ জন এবং ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও এর তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২৮ হাজার ৩২৫ জনে। একদিনে ভারত ও যুক্তরাষ্ট্রে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যেখানে ব্রাজিল জানিয়েছে তাদের দেশে রোববার (১৩ সেপ্টেম্বর) করোনায় ৮৭৪ জনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৬০৩ জন। এদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ২৬ হাজার ৪৮১ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৪৬৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।