সুরক্ষাই হলো ভয় বা পক্ষপাতহীন সাংবাদিকতা: জাতিসংঘ মহাসচিব

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস বলেছেন, ফ্যাক্ট-ভিত্তিক সংবাদ এবং বিশ্লেষণ স্বাধীন রিপোর্টিং পরিচালনা সাংবাদিকদের সুরক্ষার ওপর নির্ভর করে, এর মূল ভিত্তিটি হলো ‘ভয় বা পক্ষপাতহীন সাংবাদিকতা’।

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস ২ নভেম্বর। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস এক বার্তায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বছরের এই দিনে আন্তর্জাতিক দিবসে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসান ঘটাতে, মিডিয়াসহ বিশ্ব পুরোপুরি কোভিড-১৯ এর মতো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।

মহামারিটি সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের জন্য নতুন বিপদ ডেকে এনেছে। এর মাঝেও তাদের করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। ২০২০ সালের প্রথমার্ধে বিক্ষোভকারীদের দ্বারা সাংবাদিকদের ওপর কমপক্ষে ২১টি হামলা হয়েছে যা পুরো ২০১৭ সালের এই ধরনের হামলার সংখ্যার সমান। এছাড়াও রাষ্ট্রপক্ষের বিচার, গ্রেফতার, কারাদণ্ডের হুমকিসহ সাংবাদিকদের কাজের ক্ষেত্রে অতিরিক্ত বাধাও রয়েছে। তাছাড়া সাংবাদিকতা তথ্য সংগ্রহে বাধা এবং তাদের বিরুদ্ধে অপরাধ তদন্ত এবং বিচারের ব্যর্থতাও রয়েছে।

যখন সাংবাদিকদের টার্গেট করা হয়, সামগ্রিকভাবে সকলেই এর মূল্য দেয়। আমরা সাংবাদিকদের সুরক্ষা না দিলে তথ্য এবং প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আমাদের ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়। যখন সাংবাদিকরা তাদের কাজ সুরক্ষায় করতে পারে না, তখন আমরা অনলাইনে ছড়িয়ে থাকা ভুল তথ্য এবং মহামারির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হারাতে পারি।

বিজ্ঞাপন

ফ্যাক্ট-ভিত্তিক সংবাদ এবং বিশ্লেষণ স্বাধীন রিপোর্টিং পরিচালিত সাংবাদিকদের সুরক্ষা ওপর নির্ভর করে, মূল ভিত্তিটি হলো ভয় বা পক্ষপাতহীন সাংবাদিকতা।

বিশ্ব কোভিডের সঙ্গে লড়াই করে, একটি মুক্ত সংবাদমাধ্যমের জন্য আমার আহ্বান পুনরুক্তি করি যা শান্তি, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে এর প্রয়োজনীয় ভূমিকা নিতে পারে।