করোনা ভ্যাকসিন নিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও চলছে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল। এবার স্বেচ্ছাসেবকের পাশাপাশি ভ্যাকসিন গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভ্যাকসিন নেওয়ার ছবি টুইটারে শেয়ার করেন সংযুক্ত আরব আমিরাতের এই প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এক টুইটবার্তায় তিনি বলেন, আমাদের দেশকে যারা ভ্যাকসিন গ্রহণকারী প্রথমসারির দেশ হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন, তাদের সাধুবাদ জানাই। আমরা আল্লাহর কাছে আবেদন জানাই যেনো তিনি সকলকে রক্ষা করেন ও সুস্থ করেন।

সংযুক্ত আরব আমিরাত জরুরি ব্যবহারের জন্য চীনের সরকারি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করা ভ্যাকসিন অনুমোদন করেছে। শুরুতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে চিকিৎসাকর্মী, মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের। ১৬ অক্টোবর ভ্যাকসিন গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ভ্যাকসিনটি এখন ক্লিনিকাল পরীক্ষার তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ পর্যন্ত নিরাপদ ও কার্যকর হিসেবে পাওয়া গেছে।