টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে।

এক টুইট বার্তায় টাইম জানিয়েছে, বাইডেন-হ্যারিস জুটি ঐতিহাসিক কিছু উপস্থাপন করতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

টাইম ম্যাগাজিন ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর চার বছর পর অর্থাৎ ১৯২৭ সাল থেকে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচন করে আসছে ম্যাগাজিনটি।

৯৭ বছরের পুরনো টাইম ম্যাগাজিনের এবারের প্রচ্ছদ করা হয়েছে জো বাইডেন ও কমলা হ্যারিসের ছবি দিয়ে। এতে লেখা হয়েছে, 'চেঞ্জিং আমেরিকা’স স্টোরি'।

বিজ্ঞাপন

ডেমোক্র্যাট দলের এই জুটি তিন প্রার্থীকে পরাজিত করে ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। বাইডেন-কমলা করোনার সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী এবং অ্যান্থনি ফাউসি, বর্ণবাদ বিরোধী আন্দোলন এবং হোয়াইট হাউসের দৌড়ে পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বর্ষসেরা হন।।

টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেন্টাল বাইডেন-কমলা হ্যারিসকে বেছে নেওয়ার বিষয়ে বলেছেন, আমেরিকানদের গল্প পরিবর্তনের জন্য, দ্বিধাবিভক্ত দূরে করে সহানুভূতি দেখানোর জন্য, ক্ষত কাটিয়ে আমেরিকাকে স্বপ্ন দেখানোর জন্য-জো বাইডেন এবং কমলা হ্যারিস জুটি ২০২০ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন।

২০১৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনের বর্ষাসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন।