করোনায় আক্রান্ত ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুরাও

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুরাও

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুরাও ।

সোমবার (২৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দেশটির ভাইস প্রেসিডেন্টের দফতর জানায়, প্রেসিডেন্ট রোববার (২৭ ডিসেম্বর) করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত জুলাই মাসে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি সেরে ওঠেন। দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইতোমধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন।

বিজ্ঞাপন

ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ মারা গেছেন।