আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ মানবাধিকার কর্মী ব্যারিস্টার করিম খান।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৫০ বছর বয়সী করিম খান বর্তমানে ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে জাতিসংঘের তদন্ত দলের প্রধান হিসেবে কাজ করছেন।
করিম খান গাম্বিয়ার ফাতাও বেনসুদার স্থলাভিষিক্ত হচ্ছেন। আইসিসি মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তের একমাত্র স্থায়ী সংস্থা।
করিম খান দ্বিতীয় দফার ভোটে ১২৩টির মধ্যে ৭২টি ভোট পেয়েছেন। আগামী জুনে হেগের আদালতে তার নয় বছরের মেয়াদ শুরু হবে।
তিনি আয়ারল্যান্ড, ইতালি এবং স্পেনের প্রার্থীদের পরাজিত করেছেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডমিনিক রাব করিম খানকে স্বাগত জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনে করিমের বিস্তৃত অভিজ্ঞতা ও জঘন্য অপরাধীদের দায়বদ্ধ করার জন্য এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।