অক্সফোর্ডের টিকার স্বাস্থ্যঝুঁকির অভিযোগ ভিত্তিহীন: ডব্লিউএইচও

  করোনা টিকা
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাত দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার প্রয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে টিকাটির বিরুদ্ধে ওঠা স্বাস্থ্যঝুঁকির অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সঙ্গে টিকা কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নিয়ে বিতর্ক তৈরি করছে ইউরোপের কয়েকটি দেশ। দেশগুলোর দাবি, ব্রিটেনের এই টিকা গ্রহণকারীর শরীরে রক্ত জমাট বাধায়। আর এ নিয়েই উদ্বেগ জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও এশিয়ার থাইল্যান্ডও।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশগুলোর সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক। এমন সিদ্ধান্তের কোনো মানেই হয় না।

ইউরোপের দেশগুলোকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার জারি রাখতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রক্ত জমাট বাধার সঙ্গে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই সংস্থাটির দাবি।

বিজ্ঞাপন

এসব বিতর্কের কারণে টিকাটির নিরাপত্তা নিয়ে সংস্থাটি মঙ্গলবার জরুরি বৈঠক করবে। বৈঠক করবে ইইউর মেডিসিন এজেন্সিও। আগামী বৃহস্পতিবারের মধ্যে সংস্থাটি অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানায়, তাদের উদ্ভাবিত করোনভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়া লোকেদের সুরক্ষা তথ্য পর্যালোচনা করে রক্তের জমাট বাঁধার কোনও প্রমাণ পাওয়া যায়নি। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নে ১৭ মিলিয়নেরও বেশি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কয়েকটি দেশে টিকা নেওয়ার পর কিছু মানুষের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। তবে, অ্যাস্ট্রাজেনেকার টিকা রক্ত ​​জমাট বাঁধার জন্য দায়ী নয়।

টিকা সুরক্ষার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, পালমোনারি এম্বোলিজম, গভীর শিরা থ্রম্বোসিসের কারণে বা থ্রোম্বোসাইটোপেনিয়া ঝুঁকির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকশিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি ইউরোপীয় ইউনিয়ন এবং অনেক দেশে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে তবে যুক্তরাষ্ট্রে এখনও তা অনুমোদিত হয়নি।