পৃথিবীর খুব কাছে দিয়ে যাবে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২১ মার্চ (রোববার) খুব কাছে থেকে পৃথিবীকে অতিক্রম করবে সৌরজগতের বৃহত্তম একটি গ্রহাণু।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা জানিয়েছেন, পৃথিবী থেকে চাঁদের যতখানি দূরত্ব তার চেয়ে পাঁচগুণ দূরত্বে থেকে এটি পৃথিবীকে পাশ কাটাবে বলে এর কারণে পৃথিবীর কোনোরকম ক্ষতির আশঙ্কা নেই। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

বিজ্ঞাপন

তবে বিজ্ঞানীরা মানুষকে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন। যেহেতু এটি পৃথিবীর জন্য কোনও হুমকি না।

নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার পৃথিবী থেকে প্রায় ২০ লক্ষ কিলোমিটার দূর দিয়ে একটি বড় আকারের গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে। ২০৫২ সালের আগ পর্যন্ত আর কোনো গ্রহাণু পৃথিবীর এতো কাছে আসবে না। পৃথিবীর জন্য ঠিক বিপজ্জনক না হলেও এরকম দুর্লভ ঘটনা সচরাচর ঘটে না।

বিজ্ঞাপন

সৌরজগতের বৃহত্তম গ্রহাণুটি ২১ মার্চ নাগাদ পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে। গ্রহাণুটির নাম ২০০১ এফও৩২, যেটির ব্যাস প্রায় ৩০০০ ফুট। ২০ বছর আগে এটির আবিষ্কার হয়েছিল।

গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে ছুটে যাবে। ভয়ঙ্কর এক বেগ। দক্ষিণ আকাশ দিয়ে যখন এটি ছুটে যাবে তখন এটি সব চেয়ে উজ্জ্বল থাকবে। এই বিশেষ গ্রহাণুটি প্রতি ৮১০ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।