পম্পেওকে প্রদায়ক হিসেবে নিয়োগ দিল ফক্স নিউজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘প্রদায়ক’ হিসেবে চাকরি দিয়েছে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ। গত ৮ এপ্রিল রক্ষণশীল খবরের চ্যানেলটি এক ঘোষণায় এমন তথ্য জানায়।

এক বিবৃতিতে পম্পেও বলেন, ‘আমেরিকাই প্রথম’ নীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি নিয়ে আমি দর্শকদের একটি অকপট সোজাসাপ্টা দৃষ্টিভঙ্গি দিতে চাই। এতে আমেরিকার নজিরবিহীন সমৃদ্ধি ও নিরাপত্তার গতিপথ নিয়ে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে ।’

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন সময় অতিথি হিসেবে পম্পেওকে টেলিভিশন চ্যানেলটিতে অংশ নিতে দেখা গেছে। হোয়াইট হাউসের প্রেসসচিব কাইলি ম্যাকনানিকেও চাকরি দিয়েছে ফক্স নিউজ।

ফক্স নিউজ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান্নি স্কট বলেন, ‘পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বীকৃত ও মর্যাদাবান মতামতদানকারীদের একজন মাইক পম্পেও। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিলে পূর্বসূরি রেক্স টিলারসনের কাছ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন পম্পেও। এরপর প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়েরও পরিচালকও ছিলেন তিনি।