চীনের নতুন রাডারে আটকাবে স্টিলথ যুদ্ধবিমান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন নতুন অত্যাধুনিক রাডার আবিষ্কার করেছে। এই রাডার স্টিলথ যুদ্ধবিমান, ড্রোন ও নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে চলা এসব যুদ্ধাস্ত্রকে শনাক্ত করতে সক্ষম হওয়ায় রাডারটিকে ‘টার্মিনেটর অব ড্রোনস’ নামে ডাকা হচ্ছে। এই আবিষ্কার অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে চীনের পারদর্শিতা বিশ্বের কাছে প্রকাশ পেল।

চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নানজিংয়ে সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গত শনিবার ছিল এই আয়োজনের শেষ দিন। এ প্রদর্শনীতে সহজে বহনযোগ্য ও বহুমুখী সর্বাধুনিক প্রযুক্তির রাডারটি প্রদর্শন করে চীনের সেনাবাহিনী। মাটির কাছাকাছি দিয়ে উড়ন্ত কোনো ক্ষুদ্র ও ধীর লক্ষ্যের আকাশযান শনাক্তের বিশেষ সক্ষম। রাডারটি একজন সেনাও বহন করতে পারবে। স্টিলথ যুদ্ধবিমান বিদ্যমান যেকোনো রাডারের চোখ ফাঁকি দিতে পারত। এখন হয়তো চীনের নতুন রাডারে ধরা পড়বে যুদ্ধযানটি।

বিজ্ঞাপন

ওয়াইএলসি–৪৮ নামের এ রাডারটি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশনের (সিইটিসি) ১৪তম রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির তথ্যমতে, রাডারটিতে ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়েছে। এটি সব ধরনের হালকা ওজনের অস্ত্রের ওপর বসানো যায়। যেকোনো আবহাওয়ায় এটি কাজ করতে পারে। দ্রুত মোতায়েন কিংবা প্রত্যাহার করার সুবিধা রয়েছে এতে। এ ছাড়া যেকোনো কোণ থেকে ধাবমান কোনো বস্তুকে শনাক্ত ও অনুসরণ করতে পারে রাডারটি।

অত্যাধুনিক এই রাডারের জন্য অ্যান্টি–ইউএভি ডিফেন্স সিস্টেম (এইউডিএস) নির্মাণ করেছে। এটা সংবেদনশীল এলাকায় চীনের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যেও জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘন, হংকং, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটন ও বেইজিং বিরোধে জড়িয়েছে। গত বছর তাইওয়ানের কাছে ১৮০ কোটি মার্কিন ডলারে অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে হুমকি হিসেবে নিয়েছিল চীন। এমন নানা হুমকির জেরে সাম্প্রতিক বছরগুলোয় সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে দেশটি।