ব্রাজিলে গোলাগুলিতে পুলিশসহ নিহত ২৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে গোলাগুলিতে এক পুলিশ অফিসারসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রিও ডি জেনিরো শহরে জাকারেজিনহো এলাকায় অপরাধীদের ধরতে অভিযানে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে। মাদক পাচারকারীরা তাদের গ্যাংয়ের জন্য শিশুদের নিয়োগ দিচ্ছে বলে খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ এই অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

গোলাগুলির সময় একটি মেট্রো ট্রেনের দুজন যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা প্রাণে বেঁচে যান।

রিও ডি জেনিরো পুলিশ আন্দ্রে লিওনার্দো ডি মেলো ফ্রিয়াস নামের তাদের একজন পরিদর্শক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা বলছে, তার পছন্দের পেশাকে তিনি সম্মানিত করেছেন। আমরা তাকে মিস করবো।

বিজ্ঞাপন

স্থানীয় খবরে বলা হয়েছে, এই অভিযানের লক্ষ্য ছিল মাদক পাচার, ছিনতাই, খুন এবং অপহরণে জড়িতদের ধরার।

রিও ডি জেনিরো ব্রাজিলের অন্যতম অপরাধ প্রবণ একটি রাজ্য এবং এই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল অপরাধীদের নিয়ন্ত্রণে। তাদের বেশিরভাগই মাদক পাচারের সঙ্গে জড়িত।