ইন্টারনেট বিভ্রাট: সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট ডাউন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্টারনেট বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে মঙ্গলবার (০৮ জুন) সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট ও অ্যাপসে প্রবেশ করা যাচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস ও ব্লুমবার্গ নিউজ, বিবিসি, দ্য গার্ডিয়ানের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য প্রবেশ করা যায়নি।

বিজ্ঞাপন

খবরে আরও বলা হয়েছে, সিএনএন ও ফ্রান্সের লে মন্ডে’র ওয়েবসাইটে ত্রুটি দেখাচ্ছে। বিঘ্নের মুখে পড়েছে আল-জাজিরাও। নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট কিছু সময় বন্ধ ছিল। তবে এখন তাতে প্রবেশ করা যাচ্ছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ কাজ করছে না। আরও ব্রিটিশ সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্রাউজারে লোড হচ্ছে না। এমনকি ব্রিটিশ সরকারের মূল ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক এসব ওয়েবসাইটে কেন প্রবেশ করা যাচ্ছে না তা সম্পর্কে জানা যায়নি। তবে ডাউন ডিটেক্টর ওয়েবসাইট জানিয়েছে, বিভিন্ন খবরে জানা যাচ্ছে ফাস্টলিতে বড় ধরনের বিপর্যয়ের কারণে এসব ওয়েবসাইটের সেবা বিঘ্নিত হচ্ছে।

সান ফ্রান্সিসকোভিত্তিক ক্লাউড সার্ভিস কোম্পানি ফাস্টলিও নিজেদের ত্রুটির কথা স্বীকার করেছে। নিজেদের ওয়েবসাইটে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে।

পৃথকভাবে আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনেও প্রবেশ করা যাচ্ছে না। এই বিষয়ে অ্যামাজন কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।