ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫
ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে ইরানসমর্থিত কমপক্ষে ৫ জন মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার (২৮ জুন) স্থানীয় সময় যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
সংস্থটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৩ জন।
রোববার (২৭ জুন) সন্ধ্যায় পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানান, ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপের ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়েছে। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার বার্তা পাঠিয়েছেন। সেটি হলো আমেরিকার স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে-এমন যেকোনো আঘাতে এভাবেই প্রতিক্রিয়া দেখানো হবে।
পেন্টাগন ইরাকে এ ধরনের হামলার জন্য ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠী খাতাইব হিজবুল্লাহ (কেএইচ) এবং খাতাইব সাইদ আল শুহাদাকে (কেএসএস) দায়ী করেছে।
পেন্টাগন বলে, হামলায় এফ-১৫ এস এবং এফ-১৬ এস বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল দিবাগত রাত একটায় এ বিমান হামলা হয়েছে বলে জানানো হয়।
চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।