ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

সোমবার (২৮ জুন) উড়িষ্যার উপকূলে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

বিজ্ঞাপন

জানা যায়, এই ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গা থেকেই উৎক্ষেপণ করলে অত্যন্ত নিখুঁতভাবে প্রতিপক্ষের ওপর আঘাত করতে পারে। ১-২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

এই বিশেষ ধরনের ব্যালেস্টিক মিসাইলটি দ্বিস্তরীয় সলিড প্রপেল্যান্ট বিশিষ্ট। পাশাপাশি রিং-লেজার জাইরোস্কোপের ওপর ভিত্তি করে এর নেভিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে। তাছাড়া এই মিসাইলের গাইডেন্স সিস্টেমটিতে ইলেক্ট্রোমেকানিক্যাল অ্যাকিউট-রে রয়েছে। এটি একই শ্রেণির অন্য ক্ষেপণাস্ত্রের তুলনায় ছোট এবং হালকা।

বিজ্ঞাপন