ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে প্রায় ১০০ দেশে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে পাওয়া করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনটি প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগামী মাসগুলোতে করোনার অতিসংক্রামক এই ধরন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে। খবর এনডিটিভির।

গত ২৯ জুন প্রকাশিত করোনার সাপ্তাহিক হালনাগাদ তথ্যে ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা ১শ'র ওপরে। কারণ ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা অনেক দেশেই নেই। ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

বিজ্ঞাপন

করোনার ভারতীয় এই ধরনটি যেসব দেশে শনাক্ত হয়েছে সেসব দেশে ভাইরাসটির সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে জানিয়ে সংস্থাটি আরও বলেছে, এতে করে এসব দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর সঙ্গে বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।

ডেল্টা ধরনের অতিমাত্রায় সংক্রমিত করার সক্ষমতার বিষয়টির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, ধারণা করা হচ্ছে এই ধরন তার বৈশিষ্টের কারণে অন্য ধরনগুলোকে ছাড়িয়ে যাবে এবং আগামী মাসগুলোয় আধিপত্য বিস্তার করবে বিশ্বে।

বিজ্ঞাপন

ডব্লিউএইচও বলছে, ব্যক্তি ও কমিউনিটি স্তরের জনস্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থা, সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার জন্য যে সরঞ্জামগুলি আজ বিদ্যমান তা ডেল্টা ভ্যারিয়েন্টসহ করোনার অন্য ধরনগুলোর (ভিওসি) বিরুদ্ধেও কার্যকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস সম্প্রতি বলেছেন, ডেল্টা এখন পর্যন্ত করোনার ধরনগুলোর মধ্যে সবচেয়ে সংক্রামক ধরন। যেসব জায়গায় টিকা দেওয়ার হার কম, সেখানে করোনার নতুন এই ধরনটি দ্রুত ছড়াচ্ছে।

তিনি বলেন, আমি জানি বর্তমানে ডেল্টা ধরন নিয়ে বিশ্ব অনেক উদ্বিগ্ন। আমরাও এটা নিয়ে উদ্বিগ্ন।