‘অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে তালেবান সরকারকে স্বীকৃতি দিন’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গালিয়ে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী ও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেছেন, ‘নারীদের চাকরি করতে দেওয়া কিংবা উচ্চশিক্ষা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এসব বিষয়ে নাক না গলিয়ে তালেবান সরকারকে দ্রুত স্বীকৃতি দেওয়া উচিত হবে।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) সকালে রাজধানী কাবুলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তালেবান সরকারের তথ্যমন্ত্রী।

barta24

বিজ্ঞাপন

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার সব প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে। এমন সময়ে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে আফগানিস্তানসহ গোটা অঞ্চলের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। সমস্যা নিরসনে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।’

সংবাদ সম্মেলনে একজন গণমাধ্যম কর্মী সপ্তম শ্রেণির উপরের ক্লাসের ছাত্রীদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না এবং নারী কর্মীদের কর্মস্থলে যেতে নিষেধ করার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করলে রীতিমতো ক্ষেপে যান জাবিউল্লাহ মুজাহিদ।

জবাবে তিনি বলেন, ‘এগুলো সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এগুলোর সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এসব বিষয়ে কথা বলা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার শামিল।’

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিবিদরা তালেবান সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তারা তালেবানকে অংশগ্রহণমূলক সরকার গঠন, নারী ও শিশুদের অধিকার রক্ষার শর্তে স্বীকৃতি দেওয়ার জন্য ইতিবাচক সাড়া দেন। এসময়ে নারী অধিকার রক্ষা নিয়ে এমন মন্তব্য করলেন তালেবান সরকারের তথ্যমন্ত্রী।