অ্যাসাঞ্জের প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল জিতেছে যুক্তরাষ্ট্র
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রত্যর্পণের বিষয়ে ব্রিটেনের হাইকোর্টে আপিল জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।
শুক্রবার (১০ ডিসেম্বর) এক রায়ে পূর্বের সিদ্ধান্ত বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারক টিমোথি হলরয়েড আপিলের শুনানি করে রায় দেন। যদিও এর আগে এর আগে বৃটেনের নিম্ন আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের আবেদন খারিজ করে দিয়েছিল।
এই রায়ের ফলে বৃটেনের জেলে থাকা ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জকে এখন যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হবে। সেখানে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে; এর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
এক দশক আগে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। সেই অপরাধেই তাকে বিচারের মুখোমুখি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, ১৭৫ বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে অ্যাসাঞ্জকে।
১৯ জুন ২০১২ থেকে ১১ এপ্রিল ২০১৯ পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডোর দূতাবাসে রিফিউজি হিসেবে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। পরে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেফতার করা হয় জুলিয়ান অ্যাসাঞ্জকে। বর্তমানে লন্ডন পুলিশের হেফাজতে যুক্তরাষ্ট্রের একটি মামলার আসামি হিসেবে বেলমার্শ নামক কারাগারে বন্দী আছেন। ইকুয়েডর ২৭ জুলাই ২০২১ আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করে। তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে তাঁর নাগরিকত্ব বাতিল করা হয়।
সূত্র- আল জাজিরা