ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে আরও ৮০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বাইডেন এক বিবৃতিতে জানান, এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, অর্টিলারি রাউন্ডস, সাঁজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। বুধবার (১৩ এপ্রিল) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপের পর এ ঘোষণা দেন বাইডেন।

বাইডেন বলেছেন, সহায়তার এই নতুন প্যাকেজটিতে অনেকগুলি অত্যন্ত কার্যকর অস্ত্র ব্যবস্থা থাকবে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার বৃহত্তর আক্রমণ মোকাবিলা করার জন্য যা অত্যন্ত কার্যকর হবে।

বিজ্ঞাপন

ইউক্রেনে রাশিয়ার হামলার পর ধারাবাহিকভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটির এ সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে দুইশ ৪০ কোটি ডলারে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এবং অংশীদাররা ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রের স্থির সরবরাহ রাশিয়ান আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।