সাংবাদিক শিরিনকে ‘ইচ্ছাকৃত’ হত্যা করা হয়: তদন্ত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অধিকৃত পশ্চিম তীরে নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে ‘ইচ্ছাকৃত’ হত্যা করা হয়েছে বলে যৌথ এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। লন্ডনভিত্তিক বহুবিষয়ক গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার এবং ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী আল হক তদন্ত প্রতিবেদনটি তৈরি করেছে ।

পশ্চিম তীরের শহর জেনিনে ১১ মে ইসরায়েলি সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় গুলিতে নিহত হন ৫১ বছরের শিরিন। প্রত্যক্ষদর্শী এবং তার সহকর্মীরা দাবি করে আসছেন, ইসরায়েলি স্নাইপারের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।

আবু আকলেহ ২৫ বছর ধরে আল জাজিরার সঙ্গে ছিলেন এবং ফিলিস্তিনের কণ্ঠস্বর হিসাবে পরিচিত ছিলেন। পশ্চিম তীরের শহর জেনিনে গত ১১ মে ইসরায়েলের সেনা অভিযানের খবর সংগ্রহের সময় গুলিতে নিহত হন ৫১ বছরের শিরিন। প্রত্যক্ষদর্শী এবং তার সহকর্মীরা দাবি করে আসছেন, ইসরায়েলি স্নাইপারের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি।

তবে শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল। তেল আবিবের দাবি, শিরিনের গায়ে গুলি ভুলক্রমে লেগেছে।

যৌথ তদন্ত প্রতিবেদন বলছে, স্নাইপার তিন দফায় গুলি চালায় শিরিনকে লক্ষ্য করে। প্রথমবার ৬টি, তারপরে আরও ৭টি। এই ১৩টি গুলির একটি শিরিনের হেলমেটের ঠিক নিচে আঘাত হানে। দুই মিনিট পর, তাকে উদ্ধারের প্রচেষ্টা বন্ধ করতে আরও ৩টি গুলি ছোড়ে স্নাইপার।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, অনেক মানবাধিকার গোষ্ঠী ও সংবাদমাধ্যমগুলো প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছে আল জাজিরার সাংবাদিক আবু আকলেহ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, সংগ্রহ করা তথ্যে দেখা গেছে ১১ মে আবু আকলেহকে যে বুলেটে হত্যা করা হয়েছিল সেটি ইসরায়েলি বাহিনীর ছোড়া।

ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে চার বছরে এক হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দেওয়ার কর্মসূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিষদ।শুক্রবার (৩১ মার্চ) এই ঋণ কর্মসূচি অনুমোদিত হয়।

আইএমএফ এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তের ফলে কিয়েভকে তাৎক্ষণিকভাবে প্রায় ২৭০ কোটি ডলার দেওয়ার পথ পরিষ্কার হলো। এই অর্থ ইউক্রেনের বিশেষ করে জ্বালানি খাতে উচ্চাভিলাষী সংস্কারের জন্য প্রয়োজন হবে। বিস্তৃত তহবিল সুবিধা (ইএফএফ) ঋণের মাধ্যমে আইএমএফ এবারই প্রথম বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়া কোনো দেশের জন্য প্রচলিত অন্যতম প্রধান অর্থায়ন কর্মসূচি অনুমোদন করল।

ইউক্রেনের জন্য আইএমএফের আগের ৫০০ কোটি ডলারের দীর্ঘমেয়াদি কর্মসূচি গত বছরের মার্চে বাতিল হয়ে যায়, সেসময় আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠানটিকে বেশকিছু শর্তে কিয়েভকে ১৪০ কোটি ডলার দিয়েছিল। অক্টোবরে ‘ফুড শক উইন্ডো’ কর্মসূচির আওতায় ইউক্রেনকে আরো ১৩০ কোটি ডলার দিয়েছিল প্রতিষ্ঠানটি। আইএমএফের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈশ্বিক যে ১১ হাজার ৫০০ কোটি ডলার সাহায্যের কথা বলা হচ্ছে, তার মধ্যে আইএমএফের ঋণ ছাড়াও বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান ও রেয়াতযোগ্য ঋণের ৮ হাজার কোটি ডলার এবং ২ হাজার কোটি ডলার সমমূল্যের ঋণ মওকুফের প্রতিশ্রুতিও আছে।

এজন্য ইউক্রেনকে আগামী দুই বছরের মধ্যে অবশ্যই রাজস্ব আয় বাড়ানোর পদক্ষেপ, বিনিময় হারে স্থিতিশীলতা বজায় রাখা, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা অটুট রাখা এবং দুর্নীতিবিরোধী প্রচেষ্টা জোরদারের মতো সুনির্দিষ্ট অনেক শর্ত পূরণ করতে হবে।

ঋণ অনুমোদনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাগত জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ সহায়তা। এটি একসঙ্গে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখবে, পাশাপাশি এর মাধ্যমে সামনে আমাদের চলার পথ আরও সুন্দর হবে এবং শত্রুরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত হবে।

;

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৩১ মার্চ) এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত কার্যক্রম শুরু করেছে।

গভর্নর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানান, টর্নেডোতে মধ্য আরকানসাসে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দপ্তর থেকে আরও ঝড়ের পূর্বাভাস দেওয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে তারা।

আরকানসর উইনে একটি টর্নেডো আঘাত হানার পর সেখানে অন্তত দুইজনের মৃত্যু হয় বলে সেইন্ট ফ্রান্সিস কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারের বেশি মানুষ।

গভর্নরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর দিতে পারেনি। তবে, স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়, তাদের কাছে আহত ব্যক্তিরা আসছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

;

পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের করাচিতে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কর্মচারীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই ঘটনা ঘটে।

কেয়ামারি পুলিশ এক বিবৃতিতে হতাহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হতাহতদের বেশির ভাগই নারী। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।

পুলিশ সার্জন সুমাইয়া সাইদ ডন ডটকমকে বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে ৯ জনের মরদেহ আব্বাসী শহীদ হাসপাতালে ও দুজনের সিভিল হাসপাতালে পাঠানো হয়।

কেয়ামারির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারি বলেছেন, এফকে ডাইয়িং কোম্পানি সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেড এস্টেট এলাকায় অবস্থিত। কোম্পানি কর্তৃপক্ষ জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল।

তিনি বলেন, প্রায় ৪০০ নারী এসেছিলেন। আরও ভিড় বাড়তে পারে আশঙ্কায় কোম্পানির কর্মীরা দরজা বন্ধ করে দেন। ভেতরে যারা ছিলেন, তাদের লাইনে দাঁড়ানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি স্থানীয় পুলিশকেও এ বিষয়ে অবহিত করা হয়নি।

এএসপি জানওয়ারি বলেন, বেশ কয়েকজন নারী গরমে ও পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আর নারীদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না বলে বলা হচ্ছে।

জুলফিকার নামে ওই কারখানার মালিককে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

কেয়ামারির জেলা প্রশাসক মুখতিয়ার আব্রো বলেন, কারখানার মালিক জেলা প্রশাসনের কাছ থেকে অনাপত্তি সনদ নেননি এবং নিরাপত্তাও চাননি।

তিনি বলেন, সাত কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মালিককেও জবাবদিহি করতে হবে বলে জানান তিনি।

;

ইউক্রেনে যুদ্ধবিরতির সঠিক সময় এখন নয়: ক্রেমলিন



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাশিয়া বলেছে, ইউক্রেনে এখনই যুদ্ধবিরতি তাদের ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য অর্জনে সাহায্য করবে না।

সম্প্রতি বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জাতির উদ্দেশ্যে ভাষণে ‘পূর্ব শর্ত ছাড়াই’ রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন এমন কথা জানাল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘লুকাশেঙ্কোর মন্তব্য রাশিয়া নোট করেছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে তার সাথে এ বিষয়ে আলোচনা করবেন।’ পেসকভ আরও বলেন, ‘ইউক্রেনের ক্ষেত্রে আমাদের কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে কারণ, লক্ষ্য অর্জনে কেবল এটিই আমাদের সামনে আছে।’
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, ইউক্রেনে চীনের শান্তি পরিকল্পনার অংশবিশেষ এই মুহূর্তে ইউক্রেনের অনাগ্রহ কিংবা অক্ষমতার কারণে অবাস্তবায়নযোগ্য। এ সময় পেসকভ মস্কোর দাবি উল্লেখ করে বলেন, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে যুদ্ধবিরতি না করার নির্দেশ দিয়েছে।

;