প্যারিসে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী মধ্য প্যারিসে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির পুলিশ ও প্রসিকিউটররা এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার এবং রেস্তোরাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ফরাসি কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীর মোটিভ স্পষ্ট নয়।

এক দোকানদার এএফপিকে বলেছেন, তিনি সাত বা আটটি গুলির শব্দ শুনেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা দোকান তালাবদ্ধ করে ভেতরে অবস্থান করি।

বিজ্ঞাপন

৬৯ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

কর্তৃপক্ষ প্যারিসের ১০তম জেলার স্ট্রাসবুর্গ-সেইন্ট ডেনিস এলাকা এড়িয়ে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।