মার্কিন গোপন নথি ফাঁসের ঘটনায় তরুণ গ্রেফতার
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত অতি গোপনীয় নথি ফাঁস এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড।
তিনি বলেন, গ্রেফতার জ্যাক টাশেরা (২১) মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।
তিনি জানান, অনুমতিব্যতিত যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এর তথ্য প্রকাশের ঘটনা তদন্তে সন্দেহভাজন টাশেরাকে গ্রেফতার করেছে এফবিআই।
টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ভারী অস্ত্রধারী অফিসাররা ধূসর রঙের টি-শার্ট ও লাল শর্টস পরা এক তরুণকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠছে।
প্রকাশিত নথিতে ইউক্রেন যুদ্ধে মার্কিন সামরিক মূল্যায়ন, ইসরাইল ও দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ মিত্রদের অবস্থান প্রকাশিত হয়।
সর্বশেষ যেসব নথি ফাঁস হয়, তার একটিতে ইঙ্গিত দেওয়া হয় যে যুক্তরাষ্ট্র জাতিসংঘ প্রধান অ্যান্টোনিও গুতেরেসের ওপর নজরদারি করছে। কারণ, ইউক্রেন হামলার পর তাকে রাশিয়ার ব্যাপারে নমনীয় দেখা যাচ্ছে।