মার্কিন সেনার হেফাজতের বিষয় নিশ্চিত করলো উত্তর কোরিয়া

  • ziaulziaa
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন সেনা ট্রাভিস কিং। ছবি : সংগৃহীত

মার্কিন সেনা ট্রাভিস কিং। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ায় পালিয়ে যাওয়া মার্কিন সেনার অবস্থান সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধের প্রথম প্রতিক্রিয়ায় ট্র্যাভিস কিংকে হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে পিয়ংইয়ং।

জাতিসংঘ কমান্ডের বরাতে খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

বিজ্ঞাপন

২৩ বছর বয়সি ট্র্যাভিস কিং নামের ওই মার্কিন সেনা গত ১৮ জুলাই দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন।

জাতিসংঘ কমান্ড বলেছে, তারা এই মুহুর্তে পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে আগ্রহী নয়।

বিজ্ঞাপন

সংস্থাটি শুধু জানিয়েছে, ওই মার্কিন সেনাকে দেশে ফেরানোর প্রচেষ্টায় হস্তক্ষেপ করতে চায়নি উত্তর কোরিয়া এবং এ প্রসঙ্গে আলোচনা শুরুর জন্য প্রস্তুত পিয়ংইয়ং।

জাতিসংঘের কমান্ড জানিয়েছে, তারা দুই কোরিয়ার যৌথ নিরাপত্তা এলাকা বা ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) ফোন লাইন ব্যবহার করে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কাছে ট্রাভিস কিং সম্পর্কে তথ্য চেয়েছিল।

ওই ফোন কলের বিপরীতে উত্তর কোরিয়া এই প্রথম তারা সাড়া দিল। পিয়ংইয়ং নিশ্চিত করেছে যে, ওই মার্কিন সেনা তাদের হেফাজতে রয়েছে।

যদিও কিংকে হেফাজতে রাখার কথা প্রকাশ্যে স্বীকার করেনি উত্তর কোরিয়া।

কিং সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশের আগে হামলার অভিযোগে দক্ষিণ কোরিয়ায় দুই মাস কারাগারে ছিলেন। তিনি গত ১০ জুলাই মুক্তি পান।

শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, বিমানবন্দর থেকেই যৌথ নিরাপত্তা এলাকা সফরে যোগদান করতে সক্ষম হন।

সেখান থেকেই তিনি সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন।

ট্রাভিস কিং ২০২১ সালের জানুয়ারী মাস থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত আছেন বলে জানা গেছে।