চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ মার্কিন নাবিক গ্রেফতার
চীনকে স্পর্শকাতর সামরিক তথ্য দেওয়ার অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত নাবিকদের একজন আবার স্পর্শকাতর ছবি ও ভিডিও পাঠানোর জন্য অর্থও নিয়েছেন বলে শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনকে স্পর্শকাতর সামরিক তথ্য দেওয়ার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর দুই নাবিককে গ্রেফতার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গ্রেফতারকৃত ওই দুই নাবিক হচ্ছেন- ২২ বছর বয়সী জিনচাও ওয়েই ও ২৬ বছর বয়সী ওয়েনহেং ঝাও।
বিবিসি বলছে, মার্কিন নৌবাহিনীর নাবিক জিনচাও ওয়েই মার্কিন নাগরিক হলেও তিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছিলেন। পরে মার্কিন নাগরিকত্ব পান। ২২ বছর বয়সী এই নাবিক একজন চীনা এজেন্টকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
এছাড়া ওয়েনহেং ঝাও নামের দ্বিতীয় ওই নাবিককে প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল ছবি এবং ভিডিও পাঠানোর জন্য অর্থ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অবশ্য এই দুই নাবিকের সঙ্গে একই চীনা এজেন্ট যোগাযোগ করেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।
বৃহস্পতিবার সান দিয়েগোতে এক সংবাদ সম্মেলনে অভিযোগের কথা ঘোষণা করেন প্রসিকিউটররা ।তারা জানান, জিনচাও ওয়েই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস এসেক্সে যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ এক ব্যক্তির সঙ্গী হিসাবে কাজ করছিলেন।
এছাড়া তার কাছে নিরাপত্তা ছাড়পত্র ছিল এবং এই মার্কিন যুদ্ধজাহাজ সম্পর্কে সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার ছিল তার। জিনচাও মার্কিন নাগরিক হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় ২০২২ সালের ফেব্রুয়ারিতে একজন চীনা এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জিনচাও ওয়েই তার নিজের এই নাম ছাড়াও প্যাট্রিক ওয়েই নামেও পরিচিত এবং প্রতিরক্ষা সংক্রান্ত ছবি, ভিডিও, প্রযুক্তিগত ম্যানুয়াল এবং জাহাজের ব্লুপ্রিন্টের জন্য চীনা ওই এজেন্ট তাকে হাজার হাজার ডলার প্রদান করেছিল।