দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফায়ার সার্ভিসের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিসি নিউজ ।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রবিবার বিকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রিভারসাইড কাউন্টিতে একটি বিল্ডিংয়ে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনের ভয়াবহতা বাড়লে পর্যবেক্ষণ এবং আগুন নেভানোর কাজে দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। এ সময় ওই হেলিকপ্টার দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে ক্যাল ফায়ার সার্ভিসের সাউদার্ন রিজিওনের প্রধান ডেভিড ফুলচার জানান, একটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও দ্বিতীয়টি বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে ভিতরে থাকা তিনজন সদস্যই মারা যান।
মৃতদের মধ্যে ক্যাল ফায়ার সার্ভিসের ডিভিশন প্রধান, ক্যাপ্টেন এবং একজন কন্ট্রাক্ট ক্লায়েন্ট পাইলট ছিলেন।
ফুলচার আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিল্ডিং থেকে আগুনের সূত্রপাত হলেও পরে তা আশপাশের ৪ একর এলাকায় ছড়িয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিধ্বস্ত হেলিকপ্টারটি পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। যে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করেছিল, পরে সেটিকে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়।